Rhea Chakraborty

কঠিন সময়ে কার উপর ভরসা রাখছেন রিয়া? ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে

মঙ্গলবার একটি ছবি পোস্ট করেছেন রিয়া। দেখা যাচ্ছে, নিজের হাতে ‘হনুমান চল্লিশা’ ধরে রয়েছেন অভিনেত্রী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২১ ২০:৪৪
Share:

রিয়া চক্রবর্তী।

কঠিন সময়ে দেবতার শরণাগত রিয়া চক্রবর্তী। অন্তত তেমনটাই বলছে অভিনেত্রীর ইনস্টাগ্রাম।

মঙ্গলবার একটি ছবি পোস্ট করেছেন রিয়া। দেখা যাচ্ছে, নিজের হাতে ‘হনুমান চল্লিশা’ ধরে রয়েছেন অভিনেত্রী। বজরঙ্গবলীর কাছে ‘ঝড়’-এর সঙ্গে লড়াই করার, দুঃখ সহ্য করার এবং নিরাময়ের শক্তি চেয়েছেন তিনি। কঠিন সময়ে সাহস বজায় রাখায় রিয়ার এই পোস্টে ভালবাসা জানিয়েছেন তাঁর অনুরাগীরা। তবে তার মধ্যেও সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু প্রসঙ্গে কটাক্ষ করেছেন কেউ কেউ।

Advertisement

ইদানিং নেটমাধ্যমে বেশ সক্রিয় হয়ে উঠেছেন রিয়া। কোভিডের টিকা, অক্সিজেন সংক্রান্ত নানা তথ্য ভাগ করে নিচ্ছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। দিন কয়েক আগেই মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্যমতো মুশকিল আসান করতে চেয়ে একটি পোস্ট করেছিলেন অভিনেত্রী। কোনও রকম সাহায্যের প্রয়োজন হলে তাঁকে মেসেজ করে জানানোর বার্তা দিয়েছিলেন। যথাসাধ্য সাহায্যের চেষ্টা করবেন বলেও জানিয়েছিলেন রিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement