Krushal Ahuja

‘দীপ জ্বেলে যাই’-এর হিন্দি রিমেকে নায়ক ক্রুশল আহুজা, বিপরীতে মু্ম্বইয়ের আঁচল গোস্বামী

বাংলা ধারাবাহিকের রিমেক যদিও নতুন ঘটনা নয়। সম্প্রতি, জনপ্রিয় মেগা ‘কৃষ্ণকলি’ তেলুগু টিভিতে সম্প্রচারিত হচ্ছে ‘কৃষ্ণ তুলসী’ নাম দিয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২১ ২০:০৮
Share:

ক্রুশল আহুজা।

মার্চে আনন্দবাজার ডিজিটাল প্রথম জানিয়েছিল, জি বাংলার জনপ্রিয় বাংলা মেগা ‘দীপ জ্বেলে যাই’-এর হিন্দি রিমেক হচ্ছে। তখন মুখ খোলননি প্রযোজক সুশান্ত দাস। এ বার প্রকাশ্যে এল রিমেকের অভিনেতাদের নাম। সুশান্ত আনন্দবাজার ডিজিটালকে জানিয়েছেন, নায়কের ভূমিকায় থাকছেন ক্রুশল আহুজা। ক্রুশলের বিপরীতে দেখা যাবে মুম্বই, দিল্লির অভিনেত্রী আঁচল গোস্বামীকে। এছাড়াও থাকবেন বহু জনপ্রিয় তারকা। শ্যুট হবে কলকাতাতেই। বাংলা ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ইন্দ্রজিৎ চক্রবর্তী-নবনীতা দাস।

ফোনে পাওয়া যায়নি ক্রুশলকে। আপাতত তিনি ব্যস্ত জি বাংলার আরও একটি জনপ্রিয় মেগা ‘কী করে বলব তোমায়’-এর শ্যুটিংয়ে। মেগায় তাঁর বিপরীতে স্বস্তিকা দত্ত। কর্ণ-রাধিকা সেনের জুটি শুরু থেকেই মন কেড়েছে দর্শকদের। ক্রুশল ছোট পর্দায় পা রাখেন ‘রাণু পেল লটারি’র হাত ধরে।

বাংলা ধারাবাহিকের রিমেক যদিও নতুন ঘটনা নয়। সম্প্রতি, জনপ্রিয় মেগা ‘কৃষ্ণকলি’ তেলুগু টিভিতে সম্প্রচারিত হচ্ছে ‘কৃষ্ণ তুলসী’ নাম দিয়ে। ‘শ্রীময়ী’র হিন্দি রিমেক ‘অনুপমা’ চলছে রমরমিয়ে। বাংলার মতো হিন্দিতেও তার টিআরপি ঊর্ধ্বমুখী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement