পরিওয়ার
(ওয়েব সিরিজ়)
পরিচালনা: সাগর বল্লারি
অভিনয়: গজরাজ, বিজয়, রণবীর, যশপাল, অভিষেক, নিধি
৪.৫/১০
ওটিটি প্ল্যাটফর্মে প্রধানত দু’ধরনের দেশজ কনটেন্ট চলছে। প্রথম জ়ঁরে এসপিয়নাজ থ্রিলার ও গ্যাংস্টার ড্রামার রমরমা। অন্য জ়ঁরটি ছোট শহর বা প্রত্যন্ত গ্রামকেন্দ্রিক সোশিও-কমিক ড্রামার। ডিজ়নি প্লাস হটস্টারের ওয়েব সিরিজ় ‘পরিওয়ার’ দ্বিতীয় গোত্রের। এই জ়ঁরে অ্যামাজ়ন প্রাইমের ‘পঞ্চায়েত’ ছাড়া কোনও সিরিজ়ই এখনও অবধি ছাপ রাখতে পারেনি। ‘পরিওয়ার’-এর কাছে তাই বড় সুযোগ ছিল। সিরিজ়ের মলাট চরিত্রে এক ঝাঁক নামী চরিত্রাভিনেতা। কিন্তু ছ’টি পর্বের এই মিনি-সিরিজ় প্রাপ্তির ঝুলি পূর্ণ করতে পারল না। তার বড় কারণ, গল্পে নতুনত্বের অভাব।
ভেজা ফ্রাই’ ছবির পরিচালক সাগর বল্লারির সিরিজ়ের কেন্দ্রে প্রয়াগরাজের বাসিন্দা কাশী নারায়ণ (গজরাজ রাও)। দেশে-বিদেশে কর্মসূত্রে থাকা তিন সন্তানকে একত্রিত করার জন্য সে ভান করে অসুস্থতার। তিন সন্তানের মধ্যে রয়েছে দুই বিবদমান ভাই, বড়কে (যশপাল শর্মা) এবং ছোটকে (রণবীর শোরে)। তাদের জুড়ে রেখেছে একমাত্র বোন গুড্ডন (নিধি সিংহ)। বড়কে ও ছোটকে বিয়ে করেছে দুই বোন মঞ্জু (অনুরিতা ঝা) এবং অঞ্জুকে (সাদিয়া সিদ্দিকি)। অবশ্য মঞ্জু ছোট এবং অঞ্জু বড় বোন। এর নেপথ্যেও রয়েছে একটি গল্প।
শান্তনু আনম এবং গগনজিৎ সিংহের লেখা চিত্রনাট্যে বাঁধা গতের উপাদানগুলি মজুত। যেমন, উত্তর ভারতের শহরের নিজস্ব রূপ-রস, শব্দের তর্জমা, জমি নিয়ে বিবাদ, মেয়ে ও পুত্রবধূভেদে নারী ক্ষমতায়নের বিপরীত চিত্র। দ্বন্দ্ব রয়েছে প্রবীণ ও নবীন প্রজন্মের মধ্যে, মুম্বইয়ের দেখনদারি (ছোটকের পরিবার) ও বারাণসীর চাকচিক্যহীনতার (বড়কের পরিবার) মধ্যে। আমেরিকার গুড্ডন এবং প্রয়াগরাজের মুন্নার (অভিষেক বন্দ্যোপাধ্যায়) প্রেমকাহিনিও দ্বন্দ্বের ঊর্ধ্বে নয়। তবে সিরিজ়ের নামে যে ‘ওয়ার’ রয়েছে, সেই যুদ্ধ-ভাব কোনও সম্পর্কেই অবশ্য ফুটে ওঠেনি।
চিত্রনাট্য আরও ক্ষুরধার হওয়ার প্রয়োজন ছিল, বাড়ানো যেত ঘটনাপ্রবাহ। এই মিনি-সিরিজ়ের আবহে বাধা দিয়েছে এর দৈর্ঘ্য। অনেক ঘটনাই গল্পের আকারে বলে দেওয়া হয়েছে। যেমন, দুই ভাইয়ের দুই বোনকে বিয়ে করা। তবে গল্পের চলনে তা তাৎপর্যপূর্ণ হয়ে ওঠেনি। শেষের মোচড়ও অনুমেয়।
এক ঝাঁক নামী শিল্পী থাকায় সিরিজ়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল। গজরাজ, রণবীর, যশপাল, সাদিয়া, নিধি, অভিষেক সকলেই সাবলীল। তবে গঙ্গারামের চরিত্রে বিজয় রাজের ম্যানারিজ়ম একঘেয়ে। কয়েকটি সংলাপে হাসি পাবে। আবার কয়েকটি যে আরোপিত, তা-ও বোঝা যায়। ‘পরিওয়ার’-এর দ্বিতীয় সিজ়নে নির্মাতাদের চমকপ্রদ পরিকল্পনা আছে কি না, জানা নেই। তবে প্রথম সিজ়নটি দেখে প্রত্যাশা পূরণ হয় না।