‘পুষ্পা: দ্য রাইজ়’-এর পরে ‘পুষ্পা: দ্য রুল’-এর জন্য শুটিং শুরু করেছেন অল্লু অর্জুন। ছবি: সংগৃহীত।
২০২১ সালের অক্টোবর মাস। অতিমারি ও লকডাউনের জেরে চলচ্চিত্র বাণিজ্যের তখন বেশ নড়বড়ে অবস্থা। সেই সময় প্রেক্ষাগৃহে মুক্তি পায় দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্য রাইজ়’। ছবিতে মুখ্য চরিত্রে অল্লু অর্জুন, রশ্মিকা মন্দনা এবং ফাহাদ ফাসিল। সমালোচকদের তরফে মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও বক্স অফিসে ঝড় তোলে দক্ষিণী পরিচালক সুকুমারের ছবি। অতিমারির জেরে রুগ্ন বক্স অফিসকে কিছুটা হলেও চাঙ্গা করতে সক্ষম হয়েছিল ছবিটি। দেশের বক্স অফিসে সাড়ে তিনশো কোটি টাকার বেশি ব্যবসা করেছিল অল্লু অর্জুন অভিনীত এই ছবি। রাতারাতি জাতীয় স্তরে অন্যতম জনপ্রিয় তারকার খেতাব অর্জন করেছিলেন অল্লু অর্জুন। ‘পুষ্পা: দ্য রাইজ়’-এর সাফল্যের পর ছবির দ্বিতীয় ভাগ ‘পুষ্পা: দ্য রুল’ তৈরি করছেন পরিচালক সুকুমার। সেই ছবি নিয়েও দর্শক ও অনুরাগীদের উৎসাহ তুঙ্গে। এ বার প্রকাশ্যে এল সেই ছবির প্রথম ঝলক মুক্তির তারিখ।
গত বছরের শেষ দিক থেকেই শুরু হয়ে গিয়েছে সিক্যুয়েলের কাজ। শুটিংয়ের জন্য বিশাখাপত্তনমে দেখা গিয়েছে খোদ অল্লু অর্জুনকে। খবর, আগামী এপ্রিল মাসে মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা: দ্য রুল’ ছবির প্রথম ঝলক। ৮ এপ্রিল অল্লু অর্জুনের জন্মদিন। তারকার জন্মদিনেই ছবির প্রথম ঝলক প্রকাশের পরিকল্পনা করেছেন ছবির নির্মাতারা। ছবির দ্বিতীয় ভাগ আরও বড় মাপে তৈরি করতে চান নির্মাতারা। সূত্রের খবর, পুষ্পা ও ভানওয়ার সিংহের চরিত্রের দ্বন্দ্বের উপর ভিত্তি করে লেখা হয়েছে দ্বিতীয় ভাগের চিত্রনাট্য। বিশাখাপত্তনমের পর হায়দরাবাদে আপাতত শুটিং করছেন কলাকুশলীরা। ছবিতে অল্লু অর্জুনের পাশাপাশি ফিরছেন ফাহাদ ফাসিলও।
তবে রশ্মিকা মন্দনার চরিত্র নিয়ে এখনও কিছু জানা যাচ্ছে না।
অন্য দিকে খবর, ‘পুষ্পা: দ্য রুল’ ছবিতে এক বিশেষ চরিত্রে দেখা যেতে পারে ‘আরআরআর’-এর অভিনেতা রাম চরণকে। যদিও তা নিয়ে এখনও কোনও ঘোষণা করেননি ছবির নির্মাতারা।