salman khan

ইদে আসছেন সলমন

প্রায় চল্লিশটি দেশে একসঙ্গে মুক্তি পাচ্ছে ‘রাধে’। লকডাউনের পরে এই প্রথম ব্রিটেনে মুক্তি পাচ্ছে কোনও ভারতীয় ছবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২১ ০৭:৫০
Share:

‘রাধে’ ছবিতে সলমন।

কথা রাখলেন ভাইজান। আসন্ন ইদে মুক্তি পাচ্ছে সলমন খানের ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। আগামী ১৩ মে বিশ্ব জুড়ে সিনেমা হল এবং ওটিটি প্ল্যাটফর্ম জ়িপ্লেক্সে একসঙ্গে মুক্তি পাচ্ছে প্রভু দেবা নির্দেশিত এই ছবি। যদিও সলমন খানের প্রযোজনা সংস্থা এবং জ়ি স্টুডিয়োজ় এটিকে ওটিটি রিলিজ় বলতে নারাজ। কারণ, জ়িফাইভের পে পার ভিউ সার্ভিস জ়িপ্লেক্সে টিকিট কেটে দর্শক দেখতে পারবেন ছবিটি। তা অ্যাপে আসবে অনেক পরে। তবে সলমন খানের বহু প্রতীক্ষিত এই ছবিকে ঘিরে যতখানি ব্যবসার আশা করেছিলেন হলমালিক ও ডিস্ট্রিবিউটররা, এই কোভিড পরিস্থিতিতে তা কতটা সম্ভব?

Advertisement

শহরের অধিকাংশ সিনেমা হল কর্তৃপক্ষই অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। প্রিয়া, নবীনার মতো সিঙ্গল স্ক্রিন ছাড়াও পিভিআর, সিনেপলিসের মতো মাল্টিপ্লেক্সও বন্ধ থাকছে। আইনক্সের কয়েকটি স্ক্রিন এখনও পর্যন্ত খোলা, তবে পরিবর্তিত পরিস্থিতিতে তারাও সিদ্ধান্ত পাল্টাতে পারে। শুধু এই শহরেই নয়, দেশের বিভিন্ন রাজ্যে লকডাউনের জেরে বহু সিনেমা হল বন্ধ রয়েছে। তার মধ্যে অন্যতম মহারাষ্ট্র। মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে করোনা পরিস্থিতির উন্নতি না হলে এই অবস্থাই জারি থাকতে পারে বলে আশঙ্কা হলমালিকদের। সে ক্ষেত্রে শুধুমাত্র সলমন খানের ছবি রিলিজ়ের জন্য কি তাঁরা হল খুলতে রাজি হবেন? প্রিয়া সিনেমার মালিক অরিজিৎ দত্ত স্পষ্ট বললেন, ‘‘একটা ছবির জন্য হল খোলার প্রশ্নই উঠছে না। এগজ়িবিটররা ছবিটা চালাবেন কী করে, সন্দেহ আছে। আর সরকারের কাছ থেকে কোনও সাহায্য পাইনি। কর্পোরেশন ট্যাক্স, বিদ্যুৎ, লাইসেন্স... কোনও ক্ষেত্রে ছাড় দেওয়া হয়নি। এ বার যে বন্ধ হচ্ছে, আমরা তো কর্মীদের বেতনও দিতে পারব না।’’

একই সুর শোনা গেল নবীনা সিনেমা হলের মালিক নবীন চৌখানির গলায়, ‘‘পরিস্থিতি যত দিন না স্বাভাবিক হচ্ছে, হল খোলার কথা ভাবছি না। একটা ছবি এক-দু’সপ্তাহ চালানোর জন্য সুরক্ষার সঙ্গে আপস করতে পারব না।’’

Advertisement

হল বারবার বন্ধ করা ও খোলা একটা জটিল প্রক্রিয়া। এই পরিস্থিতিতে সেই জটিলতায় যেতে চাইছেন না হলমালিকরা। কারণ হল খুললেই যে দর্শক ভিড় করে সলমনের ছবি দেখতে আসবেন, সে ব্যাপারেও ভরসা পাচ্ছেন না তাঁরা। অরিজিতের কথায়, ‘‘পাবলিক কনফিডেন্স ফেরত না এলে সিনেমা হলের পরিস্থিতি আগের জায়গায় যাবে কি না সন্দেহ আছে।’’

প্রায় চল্লিশটি দেশে একসঙ্গে মুক্তি পাচ্ছে ‘রাধে’। লকডাউনের পরে এই প্রথম ব্রিটেনে মুক্তি পাচ্ছে কোনও ভারতীয় ছবি। অস্ট্রেলিয়া, নিউজ়িল্যান্ড, উত্তর আমেরিকা ও ইউরোপের নানা দেশেও মুক্তি পাচ্ছে ছবিটি। আজ মুক্তি পাবে ‘রাধে’র ট্রেলার। এর হাত ধরে দর্শক হলে ফিরবেন কি না, তা সময় বলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement