Tenet

অবশেষে সিনেমা হলে টেনেট

ভারতে রিলিজ় নিয়ে ‘টেনেট’-এর প্রযোজকেরা আশাবাদী। তবে এ দেশের ডিস্ট্রিবিউটর মহল নোলানের ছবি নিয়ে বাজি ধরতে রাজি নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২০ ০০:০১
Share:

টেনেট।

দীর্ঘ টালবাহানার পরে স্থির হয়েছে ৪ ডিসেম্বর ভারতে মুক্তি পাবে ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’। এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন ছবির অন্যতম অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া। অগস্টে ইংল্যান্ডে মুক্তি পেয়েছিল ছবিটি। প্রথম দিকে উৎসাহী জনতা সিনেমা হলে গেলেও এক সপ্তাহ পরেই ভিড় কমে যায়। প্রযোজকেরা তাতে খানিক হতাশ হন। এর পরে আমেরিকা, অস্ট্রেলিয়া, চিনে ছবি রিলি‌জ় করে। কিন্তু প্রত্যাশিত সাফল্য মেলেনি।

Advertisement

ভারতে রিলিজ় নিয়ে ‘টেনেট’-এর প্রযোজকেরা আশাবাদী। তবে এ দেশের ডিস্ট্রিবিউটর মহল নোলানের ছবি নিয়ে বাজি ধরতে রাজি নয়। বড় হলিউডের ছবি এলে যতটা ভিড় হয়, নোলানের ছবি সে অর্থে অনেকটাই নির্দিষ্ট দর্শকের জন্য তৈরি। সিনেমা হল মালিকেরা চাইছেন বলিউডের বড় বাণিজ্যিক ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাক। এই মুহূর্তে তেমন কোনও ছবি নেই। তবে শোনা যাচ্ছে, বরুণ ধওয়ন-সারা আলি খানের ‘কুলি নম্বর ওয়ান’ ক্রিসমাসের সময়ে অ্যামাজ়ন প্রাইমের পাশাপাশি সিনেমা হলেও আসতে পারে। অনেক নির্মাতাই এই পন্থা নিচ্ছেন, ওটিটি আর হল রিলিজ় একসঙ্গে করতে চাইছেন। যেমনটা হলিউডে ‘ওয়ান্ডার উওম্যান নাইন্টিন এইটিফোর’ ছবির ক্ষেত্রে হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement