রেকর্ডিংয়ে সৌমিত্র।
তখনও তিনি করোনায় আক্রান্ত হননি, তার কিছু দিন আগেই একটি অভিনব কর্মকাণ্ডের শরিক হয়েছিলেন। সুকুমার রায়ের গোটা ‘আবোল তাবোল’ রেকর্ড করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আগামিকাল শিশু দিবসে সেটি ইউটিউবে রিলিজ় করছে। সৌমিত্রর ভাষ্যপাঠের সঙ্গে অ্যানিমেশনও থাকবে। পরিকল্পনায় শিলাদিত্য চৌধুরী। সৌমিত্রকে রেকর্ডিংয়ের সময়ে প্রশ্ন করা হয়েছিল, তাঁর পছন্দের বই সম্পর্কে। তিনি বলেছিলেন, ‘আবোল তাবোল’ আর ‘গীতবিতান’-এর কথা। এ দিন ভাষ্যপাঠ রিলিজ় করবেন সন্দীপ রায়।