রণবীর সিংহ। ছবি: সংগৃহীত।
বলিউডে তাঁর ‘জার্নি’ সিনেমার চেয়ে কিছু কম নয়। ফিল্মি পরিবারের সন্তান না হয়েও স্রেফ মেধার ভিত্তিতে যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়ার নজর কেড়েছিলেন রণবীর সিংহ। রণবীরের প্রতিভায় বিশ্বাস করে তাঁকে প্রথম বার ক্যামেরার সামনে দাঁড় করিয়েছিলেন আদিত্যই। ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির মাধ্যমে বলিউডে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেন রণবীর। তার পরে ‘লেডিজ় ভার্সেস রিকি বহেল’, ‘লুটেরা’, ‘গুন্ডে’ ছবির মাধ্যমে দর্শকের মনে জায়গা তৈরি করেন তিনি। সঞ্জয় লীলা ভন্সালীর মতো নামজাদা পরিচালকের সঙ্গে তিনটি ছবিতে কাজ করেছেন রণবীর। ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবৎ’ ছবির মাধ্যমে অভিনেতা হিসাবে নিজের বহুমুখী প্রতিভার প্রমাণ রেখেছেন তিনি। তবে গত কয়েক বছরে বক্স অফিসে তেমন সাড়া পায়নি তাঁর ছবি। মুখ থুবড়ে পড়েছে ‘৮৩’, ‘জয়েশভাই জোরদার’, ‘সারকাস’। চলতি বছরে কর্ণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির মাধ্যমে ফের নিজের হারানো জমি ফিরে পেয়েছেন রণবীর। বলিউডে এক যুগের বেশি সময় কাটানোর পর এ বার হলিউডের দিকে নজর রণবীরের।
অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের পর এ বার ‘ডন’-এর ব্যাটন যেতে চলেছে রণবীরের হাতে। চলতি বছরের অভিনেতার জন্মদিনে ঘোষণা করা হয়, ‘ডন ৩’ ছবিতে নামভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে। ছবি পরিচালনার দায়িত্ব থাকছে ফারহান আখতারের কাঁধেই। তবে সেই ছবি মুক্তি পেতে পেতে ২০২৫। আগামী বছরের মাঝমাঝি সময়ে শুরু হবে ছবির কাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানান, বিগ বি ও বাদশার পরে ‘ডন’-এর চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়া তাঁর কাছে সম্মানের। তবে রণবীরের কথায়, বিগ বিকে পর্দায় দেখেই নাকি অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। তবে স্রেফ বলিউডে নিজেকে সীমাবদ্ধ রাখতে রাজি নন রণবীর। স্ত্রী দীপিকা পাড়ুকোনের মতো হলিউডেও নিজের পসার জমাতে চান তিনি। রণবীর বলেন, ‘‘আমি সম্প্রতি ‘কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন’ দেখলাম। সত্যি বলতে, প্রেক্ষাগৃহে শেষ ওই সিনেমাটাই দেখেছি। মার্টিন স্করসিজ়ির মতো এক জন পরিচালকের সঙ্গে কাজ করা আমার স্বপ্ন!’’
বলিউড থেকে হলিউডের দিকে পা বাড়ানোর উদাহরণ বলিপাড়ায় কম নেই। প্রিয়ঙ্কা চোপড়া এখন বলতে গেলে হলিউডেরই তারকা। একই পথে পা বাড়িয়েছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভট্টের মতো অভিনেত্রীরাও। অভিনেতাদের মধ্যে উল্লেখযোগ্য নাম আলি ফজ়লের। এ বার কি সেই তালিকায় নাম লেখাবেন রণবীরও?