Ranveer Singh

নিজেকে ফিরে পাওয়া

‘গাল্লি বয়’-এর কথা উঠলেই র্যাপার মুরাদের মতোই যেন আবেগপ্রবণ হয়ে পড়েন রণবীরও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ জুন ২০২০ ০৩:৩২
Share:

রণবীর

রণবীর সিংহের কেরিয়ারের গ্রাফটা নেহাত মন্দ নয়। বিভিন্ন ধারার ছবিতে নানা ধরনের চরিত্রে অভিনয় করে বহু প্রশংসাও কুড়িয়েছেন। কিন্তু ‘গাল্লি বয়’র মুরাদের মধ্যে একমাত্র নিজেকে খুঁজে পেয়েছিলেন বলে দাবি অভিনেতার। সম্প্রতি তিনি বলেছেন, ‘‘যাঁরা আমাকে কাছ থেকে জানেন, প্রত্যেকেই বলবেন, মুরাদের চরিত্রটি আমার জন্য একেবারে যথাযথ। এখানে এমন অনেক কিছু রয়েছে, যা আমাকে ব্যক্তিগত জীবনেও গভীর ভাবে ছুঁয়ে যায়।’’

Advertisement

‘গাল্লি বয়’-এর কথা উঠলেই র্যাপার মুরাদের মতোই যেন আবেগপ্রবণ হয়ে পড়েন রণবীরও। তিনি বলছিলেন, ‘‘যে মুম্বই আমার জন্মভূমি, আমার কর্মভূমি, এই ছবিতে সেই মুম্বই হয়ে উঠেছে এক প্রেমগাথা। পাশাপাশি র্যাপ এবং হিপ-হপকে সুন্দর ভাবে ব্যবহার করেছে জ়োয়া। যার সঙ্গে নিজেকে আমি একাত্ম করে ফেলতে পারি। খুব ছোট থেকেই আমি র্যাপ আর হিপ-হপ শোনা শুরু করি। যুক্তরাষ্ট্র থেকে আমার এক তুতো ভাই টুপাক শাকুরের ক্যাসেট নিয়ে আসত। খুব মন দিয়ে গানগুলি শুনতাম। সবটা যে বুঝতাম তা নয়। কিন্তু এর মধ্যে যে গভীরতা ছিল, সেটা উপলব্ধি করতাম। এই ধরনের গানের প্রতি আমার এত বেশি আগ্রহ জন্মেছিল, একটা সময়ে এর লিরিক্স খুঁজে শেখার চেষ্টাও করেছি।’’ এই সব কারণেই হয়তো মুরাদের মধ্য দিয়ে নিজেকে ফিরে পেয়েছিলেন রণবীর। তাই তাঁর অভিনয়েও যোগ হয়েছিল অন্য মাত্রা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement