রণজয় বিষ্ণু। ছবি: সংগৃহীত।
টলিপাড়ার পরিচিত মুখ রণজয় বিষ্ণু অল্পের জন্য রক্ষা পেলেন। আচমকাই এক উড়ো ফোন তাঁর কাছে। রীতিমতো হুমকি। নেপথ্যে নাকি মুম্বই পুলিশ। ধরা পড়েছে রণজয়ের নামে এক পার্সেল। যার মধ্যে রয়েছে ১৫টি পাসপোর্ট, এমডিএম (এক ধরনের মাদক), এ ছাড়াও বেশ কিছু বেআইনি জিনিস। শুনেই খানিক চমকে গেলেও উপস্থিত বুদ্ধির জোরেই এ যাত্রায় বড় সড় বিপত্তির হাত থেকে রক্ষা পেলেন অভিনেতা।
ফোনে প্রতারণার সংখ্যা ক্রমে বেড়েই চলেছে। এমনই এক প্রতারক চক্রের থেকেই ফোন পান রণজয়। অভিনেতা ফোনটি পেয়েছিলেন দিন দুয়েক আগে। তবে মঙ্গলবার ঘটনাটি সম্পর্কে জানান। অভিনেতা বলেন,‘‘মুম্বই থেকে হঠাৎই আমার কাছে ফোন আসে। আমাকে বলা হয়, আমার নামে একটা পার্সেল রয়েছে। যার মধ্যে বেশ কয়েকটি পাসপোর্ট, মাদক এবং কয়েকটি ল্যাপটপ রয়েছে। বলা হয়, পার্সেলের জন্য টাকা দিতে হবে। আমি স্পষ্টই জানাই, ওগুলো আমার জিনিস নয়। তখন আমাকে মুম্বই পুলিশের অন্ধেরি থানার সঙ্গে ফোনে যোগাযোগ করানো হয়। তখনই খানিক আঁচ পাই। গোটাটাই আসলে সাজানো। একেবারে অভিনেতার মতো, মুম্বই পুলিশের অফিসার সেজে আমার সঙ্গে একজন কথা বলেন। ফোনের ও পার থেকে তিনি বলেন, ‘এখনই একটি অ্যাপ ডাউনলোড করে ভিডিয়ো কনফারেন্সে কথা না বললে বড় বিপদ হবে।’ তখনই স্পষ্ট হয়ে যায় গোটাটাই প্রতারণার ফাঁদ।’’’ যদিও অভিনেতার তেমন কোনও ক্ষতি করতে পারেনি ওই চক্র। তবে এমন কোনও ফোন পেলে সকলকে সতর্ক থাকার কথাই জানিয়েছেন রণজয়।