Rani Rashmani

প্রথম বার ‘দিদি নম্বর ওয়ান’-এ রানি রাসমণি, সঙ্গে মেয়ে, নাতি ও নাতজামাই

শুক্রবার বিকেল ৫টায় রানিমা, রানিমার মেয়ে, নাতি ও নাতজামাইয়ের সঙ্গে আড্ডা ও খেলায় মাতবেন সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ১৮:০২
Share:

দিতিপ্রিয়া রায় ও বিশ্বাবসু বিশ্বাস।

এই প্রথম রানিমার মুখোমুখি দিদি নম্বর ওয়ান। সাড়ে তিন বছরে প্রথম বার জি বাংলা পরিবারের দুই গুরুত্বপূর্ণ সদস্য একই পর্দায়। শুক্রবার বিকেল ৫টায় রানিমা, রানিমার মেয়ে, নাতি ও নাতজামাইয়ের সঙ্গে আড্ডা ও খেলায় মাতবেন সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়। রানিমার পরিবারের চার সদস্যের মায়েরাও থাকবেন সঙ্গে। তাঁদের বাস্তব জীবনের সমস্ত রহস্য ও খুঁটিনাটির কথা জানা যাবে মায়েদের কাছ থেকে।

Advertisement

এর আগে ‘দিদি নম্বর ওয়ান’-এ রাসমণি পরিবারের অন্য সদস্যরা আলাদা করে এসেছিলেন। কিন্তু একসঙ্গে এই পরিবারকে কখনও দেখা যায়নি এই মঞ্চে। তার উপরে রানিমা দিতিপ্রিয়া রায় কখনওই জনপ্রিয় এই রিয়েলিটি শো-এ পা রাখেননি। তাই এ বারের মূল ট্যাগলাইন, ‘দিদি নম্বর ওয়ান-এ প্রথম বার করুণাময়ী রানি রাসমণি’।

প্রোমো-তে দেখা যাচ্ছে, হাসির ফোয়ারা ছুটছে যেন ‘দিদি নম্বর ওয়ান’-এর সেটে। ২০ সেকেন্ডের ভিডিয়োতে দিতিপ্রিয়াকে এক বারও রানিমার চরিত্র থেকে বাইরে বেরতে দেখা যাচ্ছে না। রানিমার ভাষায়, রানিমার উচ্চারণে কথা বলে সকলকে হাসাচ্ছেন তিনি। কালো-সাদা শাড়িতে খুব সুন্দর লাগছে দিতিপ্রিয়াকে। অন্য দিকে রানিমার মেয়ে দিয়া চক্রবর্তী গাঢ় সবুজ শাড়ি পরে রয়েছেন। চোখ সরছে না তাঁর দিক থেকেও। ময়ুরপঙ্খী রঙের পাঞ্জাবি পরে নাতি বিশ্বাবসু বিশ্বাস লক্ষ্মী ছেলের মতো নিজের মায়ের পাশে দাড়িয়ে। এ ছাড়া থাকবেন রানিমার নাতজামাই অমিতাভ দাস।

Advertisement

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

আরও পড়ুন: ৩ মাস পরে জিম শুরু নুসরতের, দিলেন ভালবাসার বার্তা

আরও পড়ুন: বিক্রমের গালে চুমু ঐন্দ্রিলার, অঙ্কুশ কী করলেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement