ছবির সমর্থনে কথা বললেন রানি।-
দু’দশক কেটেছে। কর্ণ জোহরের ‘কুছ কুছ হোতা হ্যায়’ নিয়ে চর্চা আজও বহাল। বলা ভাল, বিতর্ক বহাল। আপাত ভাবে ‘এলোমেলো’ অঞ্জলিকে (কাজল) ছেড়ে কলেজের চর্চিত সুন্দরী টিনাকে(রানি মুখোপাধ্যায়) রাহুলের (শাহরুখ খান) বেছে নেওয়া মনে ধরেনি অনেকেরই। ছবি মুক্তির পর শাবানা আজমি প্রকাশ্যেই তাঁর অপছন্দের কথা জানিয়েছিলেন। সময়ের সঙ্গে সেই দল ভারী হয়েছে।
সম্প্রতি এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন রানি। তাঁর কথায়, “ভালবাসা বিষয়টা খুবই আপেক্ষিক। এক জন মানুষ কী কারণে কারও প্রেমে পড়বে, তা আমরা ঠিক করে দিতে পারি না। মনকে নিজের ইচ্ছে মতো চালনা করা যায় না। যেটা এক জনের ঠিক মনে হবে, সেটাই অন্য জনের ভুল মনে হতে পারে।”
রানি মনে করেন, একজন অভিনেতা যখন কোনও একটি চরিত্র করেন, সেটির ভাল এবং খারাপ দিকগুলি তাঁকে সমান ভাবে গ্রহণ করতে হয়। শাহরুখ অভিনীত চরিত্রকে সমর্থন করে তিনি বললেন, “আমি মনে করি না, শুধুমাত্র টিনার রূপের জন্য রাহুল তার প্রেমে পড়েছিল। টিনা কলেজের অন্য মেয়েদের থেকে আলাদা ছিল। রাহুলের বাকি মেয়ে বন্ধুদের সঙ্গে তার কোনও মিল ছিল না। তাই টিনার প্রেমে পড়েছিল রাহুল।”
রাহুল-টিনা-অঞ্জলির প্রেমের গল্প নিয়ে মিম-ট্রোল-কটাক্ষ কম নয়। অনেকে সোজাসুজি ‘নারী বিদ্বেষী’র তকমাও দিয়েছেন কর্ণ জোহরকে। কিন্তু এ সব কিছু ছাপিয়েই বন্ধুকে সমর্থন করেছেন রানি। দু’দশক পরেও কেরিয়ারের প্রথম বড় ছবির প্রতি যে তাঁর ভালবাসা কমেনি, তা বুঝিয়ে দিয়েছেন নতুন করে।
রানি মনে করেন, একজন অভিনেতা যখন কোনও একটি চরিত্র করেন, সেটির ভাল এবং খারাপ দিকগুলি তাঁকে সমান ভাবে গ্রহণ করতে হয়। শাহরুখ অভিনীত চরিত্রকে সমর্থন করে তিনি বললেন, “আমি মনে করি না, শুধুমাত্র টিনার রূপের জন্য রাহুল তার প্রেমে পড়েছিল। টিনা কলেজের অন্য মেয়েদের থেকে আলাদা ছিল। রাহুলের বাকি মেয়ে বন্ধুদের সঙ্গে তার কোনও মিল ছিল না। তাই টিনার প্রেমে পড়েছিল রাহুল।”
রাহুল-টিনা-অঞ্জলির প্রেমের গল্প নিয়ে মিম-ট্রোল-কটাক্ষ কম নয়। অনেকে সোজাসুজি ‘নারী বিদ্বেষী’র তকমাও দিয়েছেন কর্ণ জোহরকে। কিন্তু এ সব কিছু ছাপিয়েই বন্ধুকে সমর্থন করেছেন রানি। দু’দশক পরেও কেরিয়ারের প্রথম বড় ছবির প্রতি যে তাঁর ভালবাসা কমেনি, তা বুঝিয়ে দিয়েছেন নতুন করে।