Rani Mukerji

মেয়ের জন্মের পর থেকেই বেড়েছিল দুশ্চিন্তা, কিন্তু কেন? নেপথ্য কারণ জানালেন রানি

লোকচক্ষুর আড়ালেই মেয়েকে বড় করছেন রানি মুখোপাধ্যায়। সম্প্রতি মেয়ে আদিরাকে নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ১২:৫৪
Share:

মেয়ে আদিরার জন্মের পর রানির দুশ্চিন্তার কারণ। ছবি: সংগৃহীত।

রানি মুখোপাধ্যায়ের মেয়ে আদিরা চোপড়া। যদিও অন্যান্য তারকাসন্তানদের মতো ক্যামেরার সামনে নয় বরং রানি লোকচক্ষুর আড়ালেই বড় করছেন তাঁর মেয়েকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রানি মেয়ে আদিরাকে নিয়ে তাঁর দুশ্চিন্তার কথা জানান অভিনেত্রী।

Advertisement

করিনা কপূর খানের শো এ তাঁর সাম্প্রতিক ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র প্রচারে এসেছিলেন রানি। ছবি ছাড়াও মাতৃত্ব নিয়েও করিনার সঙ্গে খোলামেলা আড্ডায় মাতেন অভিনেত্রী। রানি বলেন, ‘‘মা হওয়ার পর যে কোনও মহিলার মধ্যেই একটা পরিবর্তন আসে। আসলে আদিরা নির্ধারিত সময়ের দু’মাস আগেই ভূমিষ্ঠ হয়। সেই সময় ওকে চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল।’’ কথা প্রসঙ্গেই মেয়েকে নিয়ে সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে রানি বলেন, ‘‘আসলে অন্য বাচ্চাদের তুলনায় ওর শরীরটাও আকারে খুব ছোট ছিল। তাই ওকে ছুঁতে ভয় পেতাম। ওই সময় প্রতিটা দিন আমার দুশ্চিন্তায় কেটেছে।’’

নরওয়েতে থাকা বাঙালি দম্পতি সাগরিকা চট্টোপাধ্যায় এবং অনুরূপ ভট্টাচার্যের বাস্তব অভিজ্ঞতা অবলম্বনেই তৈরি হয়েছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। দেবিকার কোল থেকে কেড়ে নিয়ে যাওয়া হয় তাঁর দুই সন্তানকে। নিজের সন্তানকে ফিরে পেতে লড়াইয়ে নামে দেবিকা চট্টোপাধ্যায় তথা ‘মিসেস চ্যাটার্জি’। প্রায় এক দশক আগে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন বাঙালি কন্যা সাগরিকা চট্টোপাধ্যায়। দীর্ঘ দু’বছরের আইনি লড়াইয়ের পর নিজের সন্তানদের ফিরে পেয়েছিলেন সাগরিকা। এক মায়ের সেই লড়াইয়ের কাহিনিই ছবির মূল নির্যাস।

Advertisement

‘মর্দানি ২’-এর পর বেশ খানিকটা বিরতি নিয়েছিলেন রানি। ‘মিসেস চ্যাটার্জি...’ ছবিতে রানির অভিনয় দর্শক এবং সমালোচক মহলে প্রশংসিত হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement