Randeep Hooda

Bollywood: ‘বর্ণবিদ্বেষী, অশ্লীল’ ঠাট্টা মায়াবতীকে নিয়ে, নেটমাধ্যমে সমালোচনার কেন্দ্রে রণদীপ

নেটমাধ্যমে ‌ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, অভিনেতা একটি আলোচনা সভায় কথা বলছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মে ২০২১ ২২:৫৭
Share:

রণদীপ এবং মায়াবতী

মায়াবতীকে নিয়ে ‘লিঙ্গবৈষম্যমূলক, বর্ণবিদ্বেষী, অশ্লীল, পিতৃতান্ত্রিক’ ঠাট্টা করার অভিযোগ বলিউড অভিনেতা রণদীপ হুডার বিরুদ্ধে। পুরনো একটি ভিডিয়ো সম্প্রতি সামনে উঠে এসে‌ছে নেটমাধ্যমে। তার পরেই নেটাগরিকরা রণদীপের বিরুদ্ধে সরব হয়েছেন।

Advertisement

নেটমাধ্যমে ‌ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, অভিনেতা একটি আলোচনা সভায় বসে কথা বলছেন। তিনি বলেন, ‘‘আমি একটি অশ্লীল ঠাট্টা করব।’’ তার পরেই তিনি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিএসপি দলের নেত্রী মায়াবতীর নাম উল্লেখ করেন। ঠাট্টা শেষ হতেই শ্রোতা ও দর্শকরা হেসে ওঠেন তাঁর কথায়।

মেনে নিতে পারেননি নেটাগরিকরা। তাঁদের বক্তব্য, ‘এক জন দলিত নেত্রীর বিরুদ্ধে এ রকম পিতৃতান্ত্রিক ও অশ্লীল মন্তব্য কী করে করলেন বলিউডের তারকা’! কেউ কেউ সমাজের দিকে আঙুল তুললেন।

Advertisement

ভিডিয়ো কবে প্রকাশ পেয়েছিল প্রথম বার, সেই তারিখ বা সাল কোনওটাই জানা যায়নি। তা ছাড়া কোন আলোচনা সভায় এই কথাটি বলেছিলেন, তা নিয়েও ধোঁয়াশায় নেটাগরিকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement