varun dhawan

Dhawan: অভিনেতা বরুণ ধবনের ভাইঝি অঞ্জলি ধবনের নাচে মুগ্ধ অনুরাগীরা, দেখুন সেই ভিডিয়ো

শ্রীদেবীর ছোট কন্যা খুশির সঙ্গে একাধিক ছবি দেখতে পাওয়া যায় অঞ্জলিকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মে ২০২১ ২২:৪৩
Share:

বরুণ ধবনের ভাইঝি অঞ্জলি ধবন

‘মানালি ট্রান্স’-এর ছন্দে মেতেছেন অঞ্জলি ধবন। বলিউডের প্রথম সারির অভিনেতা বরুণ ধবনের ভাইঝি তিনি। নেটমাধ্যমে তাঁর এক বান্ধবীর সঙ্গে সেই নাচের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে চার দিকে।

Advertisement

ভিডিয়োয় দেখা যাচ্ছে, বারান্দায় অঞ্জলি ও ঘরের ভিতরে অঞ্জলির বান্ধবী। ‘দ্য শৌকিনস’ ছবির বিখ্যাত গানের তালে তালে তাঁদের নাচ চলছ‌ে। বরুণের ভাইঝির পরনে রয়েছে সাদা রঙের টপ এবং নীল রঙের ছোট প্যান্ট। চুল তাঁর পিঠ ছাড়িয়েছে।

প্রযোজক এবং অভিনেতা সিদ্ধার্থ ধবনের কন্যা অঞ্জলি। অষ্টাদশীর সঙ্গে একাধিক ছবিতে শ্রীদেবীর ছোট কন্যা খুশি কপূরকে দেখতে পাওয়া যায়। নিজেরাই তাঁদের জুটিকে নাম দিয়েছেন, ‘বিপজ্জনক জুটি’। অঞ্জলির বিভিন্ন ছবিতে অনুরাগীদের মুগ্ধতা প্রকাশ পায় নেটমাধ্যমে। দেড় লক্ষের বেশি নেটাগরিক তাঁকে অনুসরণ করেন ইনস্টাগ্রামে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement