Ranbir Kapoor

Ranbir-Alia: ঝুলিতে অজস্র পরিকল্পনা! তাড়াহুড়ো করে এ বছর সাত পাক ঘুরবেন না রণবীর-আলিয়া

ডিসেম্বরেই নাকি চার হাত এক হবে দুই তারকার। বলিউডে এমনই ফিসফাস শোনা যাচ্ছিল বহু দিন ধরে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ২০:৩৭
Share:

এই বছর সাত পাক ঘুরবেন না রণবীর-আলিয়া।

অতিমারি না হলে অনেক আগেই বিয়েটা সেরে ফেলতেন। একাধিক সাক্ষাৎকারে এ কথা বলেছিলেন রণবীর কপূর। গুঞ্জন ছিল, প্রেমিকা আলিয়া ভট্টের সঙ্গে চলতি বছরেই বিয়ে সারবেন কপূর-তনয়। কিন্তু শোনা যাচ্ছে, অপেক্ষা লম্বা হচ্ছে আরও। এখনই নতুন অধ্যায় শুরু করবেন না তাঁরা।

রণবীর-আলিয়ার ঘনিষ্ঠ বৃত্তের এক জন বলেছেন, “বিয়ের জন্য রণবীর এবং আলিয়া অনেক কিছু ভেবে রেখেছেন। বহু দিন ধরে এই দিনটি নিয়ে পরিকল্পনা করছেন তাঁরা। তাই এত তাড়াতাড়ি কিছুই করবেন না। আরও সময় নেবেন ওঁরা।”

Advertisement

ডিসেম্বরেই নাকি চার হাত এক হবে দুই তারকার। বলিউডে এমনই ফিসফাস শোনা যাচ্ছিল বহু দিন ধরে। জানুয়ারি পর্যন্ত নাকি কোনও কাজ করবেন না বলে ঠিক করেছিলেন রণবীর এবং আলিয়া। কিন্তু এ বছর যে তাঁরা সাত পাক ঘুরছেন না, তা আপাতত স্পষ্ট। পরের বছর কি বিয়ের ফুল ফুটবে? উত্তর জানেন তাঁরাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement