Tanusree Chakraborty

Tanusree Chakraborty: আলো-আঁধারিতে ফিসফিসে গলা, তনুশ্রীর ‘হ্যাপি হ্যালোইন’

অক্টোবর শেষ, নভেম্বরের শুরু। ক্যালেন্ডারে ভয় দেখানোর সময়। ভূত সাজারও। হ্যালোইন-শুভেচ্ছার পাশ্চাত্য রীতিতে গা ভাসালেন টলি নায়িকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২১ ১৯:৩৮
Share:

ভয় দেখালেন ‘ভুতুড়ে’ নায়িকা

ভূত চতুর্দশী, হ্যালোইন— এসে গেল গা শিরশিরে রোমাঞ্চের রাত। অক্টোবর শেষ, নভেম্বরের শুরু। ক্যালেন্ডারে ভয় দেখানোর সময়। ভূত সাজারও। হ্যালোইন-শুভেচ্ছার পাশ্চাত্য রীতিতে গা ভাসালেন টলি নায়িকা তনুশ্রী। ইনস্টাগ্রামে নিজের ভুতুড়ে ভিডিয়ো দিয়ে রীতিমতো ভয় দেখালেন অনুরাগীদের।

লাল রঙের লেহঙ্গায় আলো-আঁধারি থেকে মুখ তুলেছেন তনুশ্রী। মাথায় টিকলি, কানে ভারী দুল, গলায় হার। ভিডিয়োয় আলোর কারসাজিতে আবছায়া হয়ে গিয়েছে তনুশ্রীর অবয়ব। ক্যামেরাও ছুটছে এপাশ-ওপাশ। আলো-আঁধারির রহস্য, ক্যামেরার অস্থির চলনের সঙ্গেই যেন মিলেমিশে গেলেন তনুশ্রী। ফিসফিসে গলায় বলে উঠলেন, ‘‘হ্যাপি হ্যালোইন’’।

Advertisement

ভিডিয়োর বিবরণও মানানসই। তনুশ্রী লিখেছেন, ‘যখন কালো বেড়াল ছুটে বেড়ায় চারপাশে, কুমড়োর ভিতর থেকে ঝিকিয়ে ওঠে আলো, সেই সময়ের কথা ভেবে সকলের মঙ্গল কামনা করি।’ হ্যালোইনের দিনে যেন আরও খানিকটা ভয় ছড়িয়ে দিলেন চারপাশে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement