Ranbir-Alia

নতুন ‘সদস্য’ রণবীর-আলিয়ার জীবনে! কোটি টাকার বেশি খরচ করে কাকে আনলেন তারকা জুটি?

যে সে সদস্য নয়! আলিয়া-রণবীরের কোটি টাকার এই 'সঙ্গী'কে নিয়ে নেটপাড়ায় হইচই তুঙ্গে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৪ ২০:১৭
Share:

রণবীর-আলিয়া। ছবি-সংগৃহীত।

একমাত্র কন্যা রাহাকে নিয়ে সময় কাটছে রণবীর কপূর ও আলিয়া ভট্টের। এ সবের মধ্যেই তারকা দম্পতির সংসারে আগমন হয়েছে নতুন এক সদস্যের। যে সে সদস্য নয়! আলিয়া-রণবীরের কোটি টাকার এই 'সঙ্গী'কে নিয়ে নেটপাড়ায় হইচই তুঙ্গে।

Advertisement

এই নতুন সদস্য কোনও রক্তমাংসের মানুষ নয়। রণবীর-আলিয়ার গাড়ির সম্ভারে সংযজন ঘটল নতুন একটির। একটি ভিডিয়ো নেট দুনিয়ায় ছড়িয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রুপোলি রঙের একটি ‘লেক্সাস এলএম’ গাড়ি তাঁদের বাড়ি ‘বাস্তু’ থেকে বেরিয়ে আসছে। বাজারে বর্তমানে এই বিলাসবহুল গাড়ির দাম ২.৫ কোটি টাকা।

রণবীর-আলিয়ার নতুন গাড়ি

এর আগে এপ্রিলে রণবীরকে আরও একটি দামি গাড়ি চড়তে দেখা গিয়েছিল। সেই গাড়ির দাম ৬ কোটি টাকা। গত বছর ৪ কোটি টাকার একটি ‘রেঞ্জ রোভার’ গাড়ি যুক্ত হয়েছে রণবীরের সম্ভারে। তবে শুধু গাড়ি নয়, খুব শীঘ্রই নতুন বাড়িতেও পা রাখতে চলেছেন রণবীর-আলিয়া।

Advertisement

যুগলের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, আগামী ২-৩ মাসের মধ্যেই নতুন বাড়িতে পাকাপাকি ভাবে থাকতে শুরু করছেন তাঁরা। সেই সূত্রের কথায়, ‘‘বাংলোর কাজ প্রায় শেষ। একেবারে শেষ মুহূর্তের কিছু কাজ বাকি রয়েছে। সেটা শেষ হতে বড় জোর এক মাস সময় লাগবে। সব কাজ শেষ হলেই, ওঁরা নতুন বাড়িতে পা রাখবেন। এই মুহূর্তের জন্য অনেক দিন ধরে ওঁরা অপেক্ষায় ছিলেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement