Alia Bhatt

Ranbir-Alia: প্রকাশ্যে রণবীর-আলিয়ার বিয়ের তারিখ, ঋষি-পুত্রের ব্যাচেলর পার্টির অতিথি কারা?

১৯৮০ সালের ২০ জানুয়ারি কপূরদের চেম্বুরের পৈতৃক বাড়ি আর কে হাউজে ঋষি কপূর আর নীতু কপূর বিয়ে সেরেছিলেন। সেই একই জায়গায় বিয়ে হবে ঋষি-পুত্রের। তবে জানা গিয়েছে, ব্যাচেলর পার্টির আয়োজন করতে চলেছেন রণবীর। সেই অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথির তালিকা নিয়ে কানাঘুষো চলছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২২ ১৯:৩৬
Share:

আলিয়া ও রণবীরের বিয়ে

আর মাত্র কয়েক দিন! শ্যুটিংয়ের ব্যস্ততার ফাঁকেই রণবীর কপূর-আলিয়া ভট্টের চার হাত এক হতে চলেছে। পারিবারিক সূত্রে খবরে শিলমোহর না পড়লেও বলিপাড়া সূত্রে সদ্য তাঁদের বিয়ের তারিখ জানা গিয়েছে। আগামী ১৭ এপ্রিলই সাতপাকে বাঁধা পড়বেন ‘রণলিয়া’। তবে আর পাঁচ জন তারকার মতো ‘ডেস্টিনেশন ওয়েডিং’ করছেন না তাঁরা। বিয়ে হবে ঘরোয়া পরিবেশে। আত্মীয়-স্বজন এবং প্রিয় বন্ধুদের উপস্থিতিতে বিয়ে হবে ‘ব্রহ্মাস্ত্র’-এর নায়ক-নায়িকার।

১৯৮০ সালের ২০ জানুয়ারি কপূরদের চেম্বুরের পৈতৃক বাড়ি আর কে হাউজে ঋষি কপূর আর নীতু কপূর বিয়ে সেরেছিলেন। সেই একই জায়গায় বিয়ে হবে ঋষি-পুত্রের। তবে জানা গিয়েছে, ব্যাচেলর পার্টির আয়োজন করতে চলেছেন রণবীর। সেই অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথির তালিকা নিয়ে কানাঘুষো চলছে।

Advertisement

রণবীরের ছোটবেলার বন্ধু এবং কয়েক জন ঘনিষ্ঠ সহকর্মীই কেবল সেখানে উপস্থিত থাকবেন। যাঁদের মধ্যে রয়েছেন, অর্জুন কপূর, আদিত্য রয় কপূর এবং ‘ব্রহ্মাস্ত্র’-এর পরিচালক অয়ন মুখোপাধ্যায়।

বিয়ের পর আলিয়া উড়ে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তাঁর প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শ্যুটিং শুরু করবেন। অন্য দিকে, রণবীরও রশ্মিকা মন্দানার সঙ্গে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমাল’-এর কাজ শেষ করবেন।

Advertisement

‘রণলিয়া’র প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে চলতি বছর সেপ্টেম্বরেই। পরিচালনায় অয়ন মুখোপাধ্যায়। রণবীর এবং আলিয়া ছাড়াও অমিতাভ বচ্চন, নাগার্জুন, ডিম্পল কপাডিয়া এবং মৌনী রায়কেও দেখা যাবে এই ছবিতে। তবে এখন আপাতত বিস্ময়ের পর বিস্ময়, দেখা যাক রণলিয়ার বিয়ে নিয়ে আর কী কী চমক অপেক্ষা করছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement