Ram Gopal Varma

Ram Gopal Varma's Dangerous: দুই নায়িকার জলকেলির যৌনতা থেকে গভীর চুম্বন! দর্শকদের উৎসাহ বাড়াচ্ছে ‘ডেঞ্জারাস’

ছবির পোস্টার পড়তেই শুরু হয়েছে গুঞ্জন! তবে কি কেবলই দুই নারীর উষ্ণ মুহূর্তের প্রদর্শনী ‘ডেঞ্জারাস’? সমকামের উদযাপন? পরিচালক অবশ্য সে দিকেই গেলেন না, বললেন, ‘‘এটা কেবলই ক্রাইম ড্রামা। প্রেম সেখানে ঘটনাচক্রে।’’ কিন্তু তাই বলে সমপ্রেম? দেশের বুকে রমরম করে এ ছবি চলবে এমন আত্মবিশ্বাস পেলেন কী ভাবে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২২ ১৭:০৭
Share:

অপ্সরা এবং নয়না

শরীরে ঘিনঘিনে হাতের ছোঁয়া, যৌন হেনস্থা, গুণ্ডামি বাঁচিয়ে কেমন হইহই করে এগিয়ে চলেছেন দেশের নারীরা। সেই যাত্রা পথে দুই সমমনস্ক নারী একে অন্যের কাছে উজাড় করে দিচ্ছেন যন্ত্রণা, লাঞ্ছনার কথা। সেই উজাড় করার রাস্তায় কখনও এক হয়ে যাচ্ছে দুই শরীর। সহানুভূতির আদানপ্রদানের পর একজোট হয়ে শত্রুর মোকাবিলা…

দেশের প্রথম সমকামী অপরাধমূলক ছবি ‘ডেঞ্জারাস’ সেই গল্পই বলে। ‘সরকার ট্রিলজি’ কিংবা ‘সত্য’ খ্যাত বলিউডের পরিচালক রাম গোপাল বর্মার নতুন ছবি তাই একেবারে অন্য স্বাদের। যা আসতে চলেছে এ মাসের ৮ তারিখ।

Advertisement

ছবির পোস্টার পড়তেই শুরু হয়েছে গুঞ্জন! তবে কি কেবলই দুই নারীর উষ্ণ মুহূর্তের প্রদর্শনী ‘ডেঞ্জারাস’? সমকামের উদযাপন? পরিচালক অবশ্য সে দিকেই গেলেন না, বললেন, ‘‘এটা কেবলই ক্রাইম ড্রামা। প্রেম সেখানে ঘটনাচক্রে।’’ কিন্তু তাই বলে সমপ্রেম? দেশের বুকে রমরম করে এ ছবি চলবে এমন আত্মবিশ্বাস পেলেন কী ভাবে?

দুই নায়িকার সঙ্গে রাম গোপাল বর্মা

বাইপাসের এক হোটেলে রাম গোপাল আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হয়ে বললেন, ‘‘এ তো খুব সাধারণ ব্যাপার, সাহসের কী আছে! মানুষকে বুঝতে হবে, সমপ্রেম কোনও অপরাধ নয়, হতেই পারে।’’

Advertisement

নারী-পুরুষের প্রেম নিয়ে কত গান, কবিতা, সিনেমা। কিন্তু নারীর উল্টোদিকে যদি থাকে আর এক নারী? যদি পুরুষের প্রেমিক হয় আর এক পুরুষ? তা হলেই সমাজ যেন চমকে ওঠে। যেমন উঠতে পারে এই নতুন ছবি দেখে। সিনেমার ঝলক অন্তত তেমনটাই বলছে। দুই নায়িকার জলকেলির যৌনতা থেকে গভীর চুম্বন দৃশ্য দর্শকদের ছবি দেখার উৎসাহ বাড়িয়ে তুলেছে।

যদিও রামগোপাল বলছেন, ‘‘ভালবাসাই মূল কথা, সমপ্রেম না অসম সেটা গুরুত্বপূর্ণ নয়।’’ সেই দ্বন্দ্বের প্রসঙ্গ উঠতেই পরিচালক রাম গোপাল আনন্দবাজার অনলাইনকে জানালেন, অপরাধ মোকাবিলার ফাঁকে তিনি একটা স্বাভাবিক প্রেমের গল্প বলতে চেয়েছেন।

ছবিতে অভিনয় করেছেন বঙ্গতনয়া নয়না গঙ্গোপাধ্যায়, যিনি ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’-এ অভিনয় করে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন। আরও একাধিক ছবিতে কাজের ভার নিয়ে নানা রাজ্য ঘুরে বেড়াচ্ছেন তিনি। তার মধ্যে একফাঁকে ঘুরে গেলেন কলকাতায়, ‘ডেঞ্জারাস’-এর ঝলকের অনুষ্ঠানে। হঠাৎ সফরে কলকাতায় আসতে পেরে নয়না আপ্লুত। বললেন, ‘‘বাড়িতে এসেছি মনে হচ্ছে, আমিই হোস্ট।’’

‘ডেঞ্জারাস’ ছবির দৃশ্য

‘ডেঞ্জারাস’-এর মতো ছবিতে কাজ করার অভিজ্ঞতা তাঁর কাছেও স্মৃতি হয়ে থাকবে। নয়না জানান, এ ছবিতে তাঁর সহকর্মী অপ্সরার সঙ্গে এত বন্ধুত্ব হয়ে গিয়েছিল যে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে তাঁদের কোনও অসুবিধে হয়নি। প্রথমে যদিও দুজনেই সমকামী প্রেমিকার অভিনয় করতে গিয়ে একটু হেসে ফেলছিলেন।

অন্য দিকে অপ্সরা রানি এই প্রথম এলেন কলকাতায়, বললেন ‘‘এখানকার মানুষ যত বেশি মিষ্টি খান মানুষগুলো তার চেয়েও বেশি মিষ্টি!’’ বাস্তবে তিনি এবং নয়না দুজনেই সমপ্রেমকে গুরুত্ব দেন। তাই রাম গোপালের ছবিতে মনের মতো ভূমিকা পেয়ে দুই নায়িকাই খুশি। তাঁরা নিজেদের আবেগ দিয়ে সাধ্যমতো প্রেম ফুটিয়ে তুলেছেন, সঙ্গে অ্যাকশন, থ্রিল তো রয়েইছে।

আপাতত টানটান উত্তেজনা নিয়ে ‘খতরা’ বা ‘ডেঞ্জারাস’ দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। পরিচালকের জন্মদিনের ঠিক পরেরদিনই মুক্তি পাবে এই ছবি। তাই কানাঘুষো চলছে, এই ধুন্ধুমার ছবি দিয়েই বলিউডে ফিরতে চাইছেন প্রায় বিস্মৃত বর্মা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement