Rakhi Sawant

মা হাসপাতালের বিছানায়, দ্বিতীয় বার বিয়ে সারলেন রাখি সবন্ত, পাত্র সকলের চেনা, রইল ছবি

দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে রাখি সবন্ত। এলাহি আয়োজন নয়, একেবারে সাদামাটা ভাবেই বিয়ে সারলেন রাখি। পাত্র কিন্তু সকলের চেনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ ১৪:৪৭
Share:

লুকিয়ে ফের বিয়ের পিঁড়িতে রাখি সবন্ত। ছবি: সংগৃহীত।

রাখি সবন্ত যে কখন কি করেন, তার তল পাওয়া কঠিন। বলিউডের বিতর্কের আরও এক নাম তিনি। সম্প্রতি তিনিই ক্যানসার আক্রান্ত মায়ের জন্য হাপুস নয়নে কেঁদে সকলকে প্রার্থনা করার অনুরোধ করেন। তার ঠিক দু’দিনের মাথায় পাওয়া গেল রাখির বিয়ের খবর। দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে রাখি। এর আগে রীতেশ সিংহ নামক এক ব্যক্তিকে বিয়ে করেন। সেই বিয়েটা লুকিয়েই সেরে ফেলেছিলেন তিনি। দীর্ঘ সময় কেটে গেলেও বরকে প্রকাশ্যে আনেননি। এ বারও অন্যথা হয়নি, লুকিয়ে বিয়ে করলেন রাখি। তবে পাত্র সকলের চেনা। রীতেশের সঙ্গে বিচ্ছেদের পর আদিল দুরানির সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নিলেন রাখি। যদিও বিয়েটা মাস ছয়েক আগেই সেরে ফেলেছিলেন তিনি। পুরোটাই গোপানে রেখেছিলেন। অবশেষে প্রকাশ্যে রাখির দাম্পত্য।

Advertisement

ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে রাখি ও আদিলের বিয়ের ছবি। এলাহি আয়োজন নয়, একেবারে সাদামাটা ভাবেই বিয়ে সারলেন রাখি। সইসাবুদ করে সম্পন্ন হয় রাখি-আদিলের বিয়ের অনুষ্ঠান। রাখির পরনে ছিল গোলাপি রঙের শারারা, আদিল পরেছিলেন কালো শার্ট ও জিন্‌স। যদিও এই বিয়ে নিয়ে রাখির তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

বিবাহিত রাখি, স্বামী আদিল দুরানির সঙ্গে বিয়ের পর। ছবি: ফেসবুক।

তবে এই আনন্দের মাঝেও রাখির মন মায়ের অসুস্থতার জন্য বিষণ্ণ। ২০২১ সালের এপ্রিলে এক বার রাখির মায়ের অস্ত্রোপচার হয়েছিল। তাঁর পিত্তথলি থেকে টিউমর বাদ দেওয়া হয়েছিল সে বার। সেই টিউমরও ক্যানসারে পরিণত হয়। যদিও খুব ভাল মানের চিকিৎসায় সেরে উঠেছিলেন তাঁর মা। সেই সময় সব খরচ বহন করেছিলেন অভিনেতা সলমন খান এবং তাঁর ভাই সোহেল খান। কিন্তু ফের এক বার সেই মারণরোগ ফিরে এসেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement