Rajnikanth

ভোট দিলেন রজনীকান্ত এবং কমল হাসন, উচ্ছ্বাস সাধারণ মানুষের

চারদিক থেকে ক্যামেরা ভিড় করে আসে রজনীকান্তকে লেন্সবন্দি করতে। সব সামলে শেষমেশ ভোট দেন থালাইভা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২১ ১৪:২৬
Share:
Advertisement

পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতেও ভোট হচ্ছে মঙ্গলবার। ভোট দিতে সাধারণ মানুষের মতোই সকাল সকাল বুথে পৌঁছে গেলেন তারকারাও। মঙ্গলবার চেন্নাইয়ের স্টেলা মরিস কলেজে ভোট দিতে চলে আসেন ‘থালাইভা’ রজনীকান্ত। পরনে সাদা জামা। করোনা সতর্কতায় মুখে মাস্ক পরে ভোট দিতে আসেন তিনি। তাঁকে দেখেই উচ্ছ্বসিত হয়ে পড়েন সাধারণ মানুষ। চারদিক থেকে ক্যামেরা ভিড় করে আসে রজনীকান্তকে লেন্সবন্দি করতে। সব সামলে শেষমেশ ভোট দেন থালাইভা।

অন্য দিকে, কমল হাসনও চেন্নাইয়ে ভোট দেন। কমলের পরনেও রজনীকান্তের মতো সাদা শার্ট এবং মুখে মাস্ক ছিল। অভিনেতার সঙ্গে ছিলেন তাঁর দুই মেয়ে শ্রুতি এবং অক্ষরা । বিধানসভা নির্বাচনে কমল কোয়মবত্তূর দক্ষিণ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আর এক দক্ষিণী অভিনেতা বিজয় সাইকেলে চেপে ভোট দিতে যান। সেই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয় নেটমাধ্যমে। রাস্তায় এ ভাবে বিজয়কে দেখতে ভিড় জমিয়েছিলেন তাঁর অনুরাগীরা। অনেকে ছবি, ভিডিয়ো তুলতে পিছুও নিয়েছিলেন অভিনেতার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement