অভিনেতা রাজকুমার রাও।
দিল্লির এক মাল্টিপ্লেক্সে টিকিট কাটতে গিয়ে কাচের ঘরের ভিতরে দেখা গেল রাজকুমার রাও-কে। তিনি কি টিকিট বিক্রেতার চাকরি নিলেন? বলিউডে উচ্চপ্রশংসিত নায়ক বলে পরিচিত রাজকুমার। দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘লভ সেক্স অউর ধোকা’ ছবির সূত্রে ২০১০ সালে বলিউডে পা রাখেন।
টিকিট বিক্রি করছেন রাজকুমার।
১১ বছরে তিনি পরিচালকদের পছন্দের অভিনেতা হয়ে উঠেছেন। তা সত্ত্বেও বলিউড ছাড়লেন রাজকুমার? কী এমন হল?
‘ভূতে ধরেছে’ রাজকুমারকে। ‘স্ত্রী’-এর ভূত পিছু ছাড়লেও ‘রুহি’ এখন তাঁর মাথার উপরে। আর তার জন্য সব কিছু করতে রাজি অভিনেতা।
প্রেক্ষাগৃহের সামনে ছবি তুলছেন ‘রুহি’-র নায়ক।
গ্ল্যামারের জগত ছেড়ে টিকিট বুকিংয়ের কাজে লাগলেন তিনি। আচমকা তাঁকে দেখে ভূত দেখার মতোই আঁতকে উঠেছেন সাধারণ মানুষ।
বৃহস্পতিবার মুক্তি পাওয়া ‘রুহি’ ছবিটি দেখার জন্য টিকিট কাটতে গিয়েছিলেন দর্শকরা। তার পরে... যা হওয়ার তাই হল। জনতার উত্তেজনা শুরু। হাজির হয়ে গেলেন সাংবাদিকরা। ‘রুহি’র প্রচারের অংশ হিসেবেই টিকিট বিক্রেতার পদে সাময়িক দায়িত্ব নিয়েছিলেন রাজকুমার।