Shah Rukh Khan

SRK-Dunki: ফাঁস হয়ে যাচ্ছে শাহরুখের শ্যুটিংয়ের ছবি, কড়া ব্যবস্থা নিলেন পরিচালক

কখনও লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে, কখনও গাড়িতে উঠছেন। নতুন ছবির শ্যুটিংয়ে ফ্রেমবন্দি কিং খান। সেটাই আটকাতে চান রাজকুমার হিরানি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৯:০২
Share:

কঠিন সিদ্ধান্ত রাজকুমার হিরানির

চার বছরের অপেক্ষা। ২০২৩-সালে আবারও স্বপ্নের নায়ক শাহরুখ খানকে পর্দায় দেখার প্রহর গুনছেন অনুরাগীরা। নতুন বছরে কিং খানের একগুচ্ছ ছবি মুক্তি পাওয়ার কথা।

Advertisement

আপাতত লন্ডনে রাজকুমার হিরানির ছবি ‘ডাঙ্কি’র শ্যুটিংয়ে ব্যস্ত কিং খান। আর যত গন্ডগোল বিদেশ-বিভুঁইয়ে গিয়েই। ইতিমধ্যেই লন্ডনের ইতিউতি ফ্রেমবন্দি হয়েছেন নায়ক। আর তাতে বেজায় বিরক্ত পরিচালক।

শ্যুটিংয়ের কোনও না কোনও মুহূর্ত ফাঁস হয়ে যাচ্ছে। তাই এ বার বেশ কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন পরিচালক।

Advertisement

কী সেই সিদ্ধান্ত? শ্যুটিংয়ের সমস্ত পরিকল্পনাই আবার নতুন ভাবে করছে টিম। বলিউডের এক সংবাদ সংস্থা সূত্রে খবর বিদেশের কোনও প্রত্যন্ত জায়গায় শ্যুটিংয়ের কথা ভাবছেন পরিচালক। যেখানে কাক-পক্ষী ঘুণাক্ষরেও টের পাবে না। আর তা না হলে মুম্বইয়েই সেট তৈরি করা হবে। যদি বিদেশে একান্তই শ্যুটিং করতে হয়, তাহলে কড়া নিরাপত্তার মধ্যে হবে শ্যুটিং।

এই ছবিতে তাপসী পান্নুর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে নায়ককে। মুক্তি পাবে ২০২৩-এর ডিসেম্বরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement