Raj Chakraborty

‘ফ্যালনা’ রোশনির নতুন ‘মেন্টর’ রাজ, বিপরীতে কে?

রাজের এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে কাদের? ইন্ডাস্ট্রি বলছে, ‘ফ্যালনা’র ভূমিকায় অভিনয় করবেন ‘হৃদয়হরণ বিএ পাশ’-এর মুখ্য অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্য।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২০ ১৩:৫১
Share:

‘পরিণীতা’র পরিচালকের প্রত্যাবর্তন হচ্ছে ছোট পর্দায়।

মুখ খোলেননি মেন্টর, প্রোডিউসার রাজ চক্রবর্তী। মুখ খোলেননি তাঁর আগামী ধারাবাহিকের অভিনেতারাও। তবু টেলি পাড়া জানে, নতুন বছরে ‘পরিণীতা’র পরিচালকের প্রত্যাবর্তন হচ্ছে ছোট পর্দায়। প্রযোজক রূপে। নতুন ধারাবাহিক ‘ফ্যালনা’ দিয়ে। ‘কপালকুণ্ডলা’র পর স্টার জলসার সঙ্গে রাজ প্রোডাকশনের এটি দ্বিতীয় কাজ।

ছোট পর্দা মানেই নারীকেন্দ্রিক গল্প। ‘ফ্যালনা’কে কেন্দ্র করেও ঘটবে এমন এক ‘রমণীয় যুদ্ধ’, যেখানে অনেক লড়াইয়ের পরে জিতে যাবে এক শহরতলির মেয়ে। যাকে মা-বাবা অনেক অবহেলায় নাম দিয়েছিলেন ‘ফ্যালনা’। শহরতলির এই মেয়ে কীভাবে জিতবে শহরবাসীর মন? এ টুকু তোলা থাক ছোট পর্দার জন্য।

এ বার আসল প্রশ্ন। রাজের এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে কাদের? ইন্ডাস্ট্রি বলছে, ‘ফ্যালনা’র ভূমিকায় অভিনয় করবেন ‘হৃদয়হরণ বিএ পাশ’-এর মুখ্য অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্য। তাঁর বিপরীতে উঠে এসেছে দু’টি নাম, শৌনক রায় এবং দেবজ্যোতি রায়চৌধুরী। শৌনক ‘কপালকুণ্ডলা’য় নবকুমারের চরিত্রে অভিনয় করেছিলেন। দেবজ্যোতিকে দেখা গিয়েছিল ‘কাপালিক’ চরিত্রে। খবর, এঁদের তিনজনকে নিয়েই ওয়র্কশপ করেছেন বড় পর্দার পরিচালক।

Advertisement

আরও পড়ুন: ‘চিনি’ সুগার লেভেল বাড়াবে না কমাবে? কী বলছে ট্রেলার?

আগের ধারাবাহিকের পরিচালক অমিত সেনগুপ্ত, চিত্রনাট্যকার ঋতম ঘোষালের উপরেই কি এ বারেও ভরসা করবেন রাজ? উত্তর এখনও অজানা। প্রসঙ্গত, আগের এক সাক্ষাৎকারে রাজ জানিয়েছেন, ‘‘দু’টো তৈরি ছবি পড়ে রয়েছে। কবে নতুন কাজ করতে পারব জানি না। তার উপরে এত বড় পরিকাঠামো সামলাতে হচ্ছে। বেঁচে থাকতে হবে তো আমাদের! তাই ছোট পর্দায় কাজ করছি।’’ চ্যানেলের সঙ্গে চুক্তির কারণে সিরিয়ালের গল্পটি এই মুহূর্তে ভাঙছেন না পরিচালক। রাজের কথায়, ‘‘অনেক দিন ধরেই গল্প নিয়ে কাজ চলছে। অন্য রকম একটা শো আনতে চলেছি। দর্শকের ভাল লাগবে।’’

Advertisement

আরও পড়ুন: সেনাবাহিনী, ইঞ্জিনিয়ারের চাকরির পরে ‘শকুনি’, পর্দার বাইরেও সজীব ‘কর্ণের’ সঙ্গে সম্পর্ক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement