Yuvaan Chakraborty

যুদ্ধ শেষ, ইউভানকে নিয়ে স্বস্তিতে ঘুরতে বেরলেন বিধায়ক রাজ

সপ্তাহ খানেক আগে খবর ছড়ায়, শুভশ্রী হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২১ ২২:২৫
Share:

ছেলের সঙ্গে রাজ চক্রবর্তী

নির্বাচনী লড়াই শেষ। আপাতত সাময়িক স্বস্তির শ্বাস ফেলার পালা। তার পরেই যুদ্ধ শুরু অতিমারির বিরুদ্ধে। ব্যারাকপুরের নতুন বিধায়ক রাজ চক্রবর্তী সএই স্বল্পকালীন অবসর কাটালেন একমাত্র ছেলে ইউভানের সঙ্গে। বলা যেতে পারে, বাবা-ছেলে মিলে জয়ের আনন্দ উপভোগ করলেন। তাও আবার একান্তে!

Advertisement

কী করলেন তাঁরা? নেটমাধ্যমে শেয়ার হওয়া পোস্ট বলছে, অবসর মিলতেই ছেলেকে নিয়ে গাড়িতে চেপে বেরিয়ে পড়েছেন পরিচালক। বাবার সঙ্গে বেড়াতে বেরিয়ে কী আনন্দ ইউভানের! হাল্কা নীল পোশাকে রীতিমতো সুপুরুষ! জুলজুলে চোখে চার দিকে নজর তার। রাজও খুশি ছেলেকে নিয়ে বেরতে পেরে। যথারীতি খুনসুটিতে মেতেছেন, ‘‘কোথায় যাচ্ছি আমরা? কে যাচ্ছে বেড়াতে?’’

এখনও কথা ফোটেনি ইউভানের। তবে হাবেভাবে বুঝিয়ে দিয়েছে, অনেক দিন পরে বাবাকে কাছে পেয়ে বেজায় খুশি সে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement