raima sen

Raima Sen: স্নানপোশাকে পরপর ছবিতে আগুন সুচিত্রা নাতনির, কিন্তু এ বারে ক্যামেরার পিছনে কে?

প্রথম ছবিতে দেখা যাচ্ছে, কালো রঙের স্নানপোশাকে একটি আরামকেদারায় শুয়ে রয়েছেন সুচিত্রা-নাতনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২১ ১৫:৩২
Share:

রাইমা সেন।


অনুরাগীদের তাক লাগাতে ভালবাসেন রাইমা সেন। সেই কাজটাই বেশ মন দিয়ে করে চলেছেন অভিনেত্রী। রবিবার সকালে ইনস্টাগ্রামে স্নান পোশাকে পরপর দু’টি ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

প্রথম ছবিতে দেখা যাচ্ছে, কালো রঙের স্নানপোশাকে একটি আরামকেদারায় শুয়ে রয়েছেন সুচিত্রা-নাতনি। তাঁর চোখ ঢেকেছে কালো রোদ চশমা। অন্য আরও একটি ছবিতে, সাদা কালো ডোরা কাটা স্নান পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন অভিনেত্রী। সেখানে জলের মধ্যে খোলা চুলে সময় কাটাতে দেখা যাচ্ছে রাইমাকে।

এই ছবিগুলি লেন্সবন্দি করেছেন অন্য কেউ। কিন্তু বিগত কয়েকদিন ধরে রাইমার ইনস্টাগ্রামের দেওয়াল জুড়ে শুধু একজনেরই তোলা ছবি ভিড় করেছিল। তিনি চিত্রগ্রাহক তথাগত ঘোষ। ইদানীং তাঁর সঙ্গে রাইমার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। এ বিষয়ে যদিও মুখে কুলুপ এঁটেছেন দু’জনেই। তবে নেটাগরিকদের ফিসফাস, গুঞ্জন কি আর থামিয়ে রাখা যায়!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement