Rahul Arunoday Banerjee

Rahul Arunodoy Banerjee: নতুন বছরে ছবি পরিচালনা করবেন রাহুল, নায়িকা কে?

নায়িকা সন্দীপ্তা সেন নাকি রুকমা রায়? হবু পরিচালককে প্রশ্ন করেছিল আনন্দবাজার অনলাইন

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২১ ১৫:২৫
Share:

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এ বার পরিচালকের ভূমিকায়।

নতুন বছরে ছবি পরিচালনায় হাত দিতে চলেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার ‘দাদাগিরি ৯’-এ এসে এই রহস্য ফাঁস করেছেন অভিনেতা নিজেই। সাক্ষী অনুষ্ঠানের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অংশগ্রহণকারী সুদীপা চট্টোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, জোজো মুখোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়-রা। জি বাংলায় প্রশ্নোত্তরের এই অনুষ্ঠানে আগেও চার বার যোগ দিয়েছেন রাহুল। সৌরভের কথায়, ‘‘রাহুল খুব মনোযোগী অংশগ্রহণকারী। কোনও বার খেলতে এসে ফাঁকি দেন না।’’

Advertisement

৩১ অক্টোবর ধারাবাহিক ‘দেশের মাটি’-র শেষ সম্প্রচার। রাহুল তাতে ‘রাজা’র ভূমিকায়। বিপরীতে রুকমা রায় ওরফে ‘মাম্পি’। মাত্র ২৩৫ পর্বেই প্রচণ্ড জনপ্রিয়তা কুড়িয়েছে এই জুটি। ফেসবুক, ইনস্টাগ্রামে তাঁদের নামে ‘রাজমা’, ‘রাম্পি’ গ্রুপও খুলে গিয়েছে। সে সব ছাপিয়ে কী ভাবে প্রকাশ্যে এল অভিনেতার পরিচালক হওয়ার খবর?

অনুষ্ঠান বলছে, ‘দাদা’কে নিয়ে লেখা একটি গল্প পড়ে শোনান রাহুল। ‘দাদা’ ওরফে সৌরভ গঙ্গোপাধ্যায় তখনই সেই লেখার প্রশংসা করেন। জানতে চান, রাহুল বাংলা ছবির জন্য গল্প বা চিত্রনাট্য লিখছেন কিনা। পর্দার ‘রাজা’ তখন সকলের সামনেই বলেন, ‘‘একটি চিত্রনাট্য লিখেছি। আমিই পরিচালনা করব। ইচ্ছে আছে, নতুন বছরে নতুন ভাবে কাজ শুরু করব।’’

Advertisement

ছবির নায়িকা কে হবেন? সন্দীপ্তা সেন না রুকমা রায়? রবিবার রাতে এই প্রশ্ন নিয়ে অভিনেতার সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার অনলাইন। হোয়াটসঅ্যাপে পাল্টা জবাবে হেসে ফেলেছেন তিনি। রসিকতা করে বলেওছেন, ‘‘এর মানে কী!’’ তার পরেই লিখে জানিয়েছেন, এক্ষুণি ছবি নিয়ে কোনও কথা বলতে চান না। সময় এলে সবাই সব জানতে পারবেন। রহস্য-রোমাঞ্চ না বিশুদ্ধ প্রেমের ছবি? অনুরাগীদের কোন শ্রেণির সিনেমা উপহার দেবেন, সে কথাও এক্ষুণি ফাঁস করতে নারাজ হবু পরিচালক।

তবে অনুষ্ঠানে শেষ হাসি হেসেছেন রাহুলই। এই নিয়ে পাঁচ বার ‘দাদাগিরি’তে বাজিমাত! পুরস্কার হাতে নিয়ে তৃপ্ত অংশগ্রহণকারী বলেছেন, ‘‘এই নিয়ে পাঁচ বার আমার ঘরে এল এই বিশেষ ট্রফি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement