Rafiath Rashid Mithila

Rafiath Rashid Mithila: দুই বাংলায় একই দিনে দুই ছবির মুক্তি, নয়া নজির গড়তে চলেছেন মিথিলা

এক দিনে দু’দেশের পর্দায় দুই ছবি। মুক্তি পাচ্ছে এপার বাংলা এবং ওপার বাংলায়। রোমাঞ্চিত অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০২২ ২০:৩৪
Share:

রফিয়াত রশিদ মিথিলা এ বার এক নতুন নজির গড়তে চলেছেন।

দুই বাংলার ছবিতে আগেও অনেকেই অভিনয় করেছেন। এখন‌ও অনেকেই করেন। কিন্তু অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলা এ বার এক নতুন নজির গড়তে চলেছেন। আগামী শুক্রবার এক‌ইসঙ্গে দুই বাংলায় মুক্তি পেতে চলেছে তাঁর দুটি ছবি। বাংলাদেশে ‘অমানুষ’, পশ্চিমবঙ্গে ‘আয় খুকু আয়’। বিষয়টি নিয়ে রোমাঞ্চিত অভিনেত্রী।

Advertisement

শৌভিক কুণ্ডুর পরিচালনায় ‘আয় খুকু আয়’ ছবিতে মিথিলা অভিনয় করেছেন প্রসেনজিতের স্ত্রীর ভূমিকায়। আর একটি গুরুত্বপূর্ণ চরিত্র, প্রসেনজিতের মেয়ের ভূমিকায় দিতিপ্রিয়া রায়। সম্পূর্ণ নতুন লুক-এ অভিনয় করেছেন ‘বুম্বাদা’ নিজে। গ্রামের এক বাবা-মেয়ের গল্প ঘিরে ছবি। মেয়েকে বড় করার লড়াইয়ে বাবা যেন এক‌ইসঙ্গে মায়ের‌ও ভূমিকায়। নায়ক জিতের প্রযোজনায় এই ছবির প্রচার-ঝলক মুগ্ধ করেছে তসলিমা নাসরিনকেও। প্রসেনজিৎকে শুভেচ্ছা জানিয়ে সেই ঝলক শেয়ার করেছেন স্বয়ং অমিতাভ বচ্চন।

বাংলাদেশের নতুন প্রজন্মের নায়ক নীরবের বিপরীতে মিথিলার প্রথম ছবি ‘অমানুষ’। বাস্তব ঘটনা অবলম্বনে ছবিটির পরিচালনায় অনন্য মামুন। এই ছবিতে নীরব-মিথিলা ছাড়া রয়েছেন কাজী নওশাবা আহমেদ, মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, রাশেদ অপু, ডনের মতো তারকা অভিনেতারা। নায়ক নীরব জানান, ‘‘নগর জীবনের বাইরের গল্প। আশা করি দর্শক নতুন স্বাদ পাবেন। শ্যুটিংয়ের পুরো সময়টা জঙ্গল ছাড়া আর কিছুই দেখিনি। রাতে ঘরে ফিরে ঘুমিয়েছি। পরের দিন ভোরে আবার জঙ্গলে। সবাই পরিশ্রম করেছি। ছবির সাফল্য নিয়ে আমরা আশাবাদী।’’

Advertisement

এক‌ই দিনে দুই বাংলায় একসঙ্গে দু’টি ছবি মুক্তি পাওয়ার ঘটনায় ভীষণ খুশি মিথিলা। দর্শকের কেমন লাগবে ছবি দু’টি? তারই অপেক্ষায় প্রহর গুনছেন অভিনেত্রী।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement