সঙ্কটজনক রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন, চিকিৎসাধীন দক্ষিণ কলকাতার হাসপাতালে

ব্রঙ্কোনিউমোনিয়ায় ভুগছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। তাঁর বয়স ৮৯। বর্তমানে শিল্পীর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৩ ২২:৩১
Share:

গুরুতর অসুস্থ সঙ্গীতশিল্পী সুমিত্রা সেন। ছবি সংগৃহীত।

সঙ্কটজনক রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। ব্রঙ্কোনিউমোনিয়ায় ভুগছেন শিল্পী। গত ২১ ডিসেম্বর তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্ষীয়ান শিল্পীর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Advertisement

রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রার দুই কন্যাও বাংলা সঙ্গীত দুনিয়ায় ছাপ ফেলেছেন। তাঁর বড় কন্যা শিল্পী ইন্দ্রাণী সেন। কনিষ্ঠ কন্যা শ্রাবণী সেনও রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে জনপ্রিয়তা পেয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইনকে শ্রাবণী জানিয়েছেন যে, শিল্পী অসুস্থ হয়ে পড়ায় গত ২১ ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ বছর ৯০ বছরে পা দেবেন শিল্পী। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই পরিস্থিতিতে হাসপাতাল থেকে মাকে বাড়িতে এনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement