রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক
প্রয়াত মিতা হক। বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রবিবার ভোরে। করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। ছিল অন্য সমস্যা (কোমর্বিডিটি)। যদিও দিন চারেক আগে করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। কিন্তু বিভিন্ন শারীরিক সমস্যায় জীবনযুদ্ধ থেমে গেল তাঁর। ঢাকার এক হাসপাতালে ভর্তি ছিলেন মিতা।
সে দেশের প্রয়াত অভিনেতা খালেদ খানের স্ত্রী মিতা হক ২০০-রও বেশি গান রেকর্ড করেছেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ওপার বাংলা। ৫৯ বছর বয়সি শিল্পীকে শেষ শ্রদ্ধা জানানো হবে ছায়ানটে। জড়ো হবেন সে দেশের শিল্পীরা।
প্রয়াত শিল্পীর জামাই মুস্তাফিদ শাহিন জানিয়েছেন, মিতা হক দীর্ঘ কয়েক বছর ধরে কিডনির সমস্যায় জর্জরিত ছিলেন। চলছিল ডায়ালিসিস। ফলে করোনা যুদ্ধে হার মানতে বাধ্য হন তিনি।