R Madhavan

Madhavan-Bipasha: বিয়ের আগে বিপাশার প্রতি আকৃষ্ট হন মাধবন! পর্দার হিট ‘জোড়ি’র গল্প ফাঁস

যা রটে তার কিছুটা তো বটে! বিপাশার সঙ্গে পর্দার রসায়ন সার্থক করার নেপথ্যে কী ছিল? নিজেই বললেন মাধবন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২২ ১৪:৩২
Share:

পর্দার রসায়ন গাঢ় দেখানোর টোটকা বললেন মাধবন

পর্দার রসায়ন গাঢ় দেখাতে বাস্তবেও কি নায়ক-নায়িকার মধ্যে কিছু থাকতে হয়? আর মাধবনের দাবি, তাঁর অন্তত তা ছিল। ২০২১ সালে ‘জোড়ি ব্রেকারস’-এ জুটিতে অভিনয়ের আগে থেকেই বিপাশা বসুকে ভাল লাগত তাঁর। বঙ্গতনয়ার প্রতি নাকি আকৃষ্ট ছিলেন মাধবন। সেই গোপন বাস্তবেরই প্রতিফলন দেখা গিয়েছিল পর্দায়, যা মন কেড়েছিল দর্শকদের। পরে নিজমুখেই সেই ভাল লাগা স্বীকার করেছিলেন ‘থ্রি ইডিয়টস’-এর অভিনেতা।

Advertisement

অভিনেতার পরিচয় পেরিয়ে সম্প্রতি পরিচালকের কুর্সিতে মাধবন। ছবির নাম ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’। প্রথম বার পরিচালনায় হাত দিয়েও দর্শকের মন জিতে নিয়েছেন জনপ্রিয় অভিনেতা। তবে অতীত ফিরে দেখতে পছন্দ করেন মাধবন। রসবোধও তাঁর নেহাত কম নয়। মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে বললেন, ‘‘বিপাশার প্রতি অবশ্যই আকৃষ্ট হয়েছিলাম। ও যে অসাধারণ সুন্দরী।’’

তবে কি পর্দায় রসায়নের নেপথ্যে বাস্তবেও কিছু ছিল? ‘রেহনা হ্যায় তেরে দিল মেঁ’ ছবিতে দেশ জুড়ে মহিলা-মহলে হিল্লোল তোলা নায়ক বলেন, ‘‘পর্দায় রসায়নকে জীবন্ত করে তুলতে বাস্তবেও আপনাকে সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে হবে। এবং আমি অবশ্যই এমন এক জন, যে বিপাশার প্রতি আকৃষ্ট হয়েছিল। তিনি অসাধারণ। সুন্দরী, কমনীয়। আমার মনে হয়, বাস্তবে কারও প্রতি অনুভূতি থাকলে তবেই সেটাকে পর্দায় ফুটিয়ে তোলা সহজ হয়। যদিও ছবির সেটে আমাদের সম্পর্ক কেমন হবে জানতাম না। কাজ শুরু হতেই দারুণ লাগল। বিপাশা আমায় এক বারও বুঝতে দেননি তিনি কত বড় তারকা।’’

Advertisement

২০১৬ সাল। অভিনেতা কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিপাশা বসু। তার আগে ১০ বছর সম্পর্কে ছিলেন অভিনেতা জন আব্রাহামের সঙ্গে। অন্য দিকে, মাধবন সম্প্রতি স্ত্রী সরিতা বিরজের সঙ্গে ২৩তম বিবাহবার্ষিকী উদ্‌যাপন করলেন। একগুচ্ছ ছবি ভাগ করে নিয়ে জনপ্রিয় দক্ষিণী তারকা লিখেছেন, ‘‘ভালবাসা কেমন হয়, যত দিন যাচ্ছে বুঝছি। মনে হয় এই তো সবে ভালবাসতে শুরু করলাম। আরও বাসব।... শুভ বিবাহবার্ষিকী বৌ আমার।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement