R Madhavan

Hrithik Roshan: ‘ইতিহাস গড়বেন হৃতিক’, টুইটারে কেন বললেন মাধবন?

উচ্ছ্বসিত ‘ম্যাডি’। টুইটারে সেটের ছবি দিয়ে মন খুলে প্রশংসা করেছেন হৃতিকের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২১ ১১:৫১
Share:

হৃতিক রোশনের প্রশংসায় টুইটারে পঞ্চমুখ আর মাধবন।

‘দুনিয়া শাসন করবেন হৃতিক!’

Advertisement

হৃতিক রোশনের প্রশংসায় টুইটারে পঞ্চমুখ আর মাধবন।

তামিল ছবি ‘বিক্রম বেদ’ এ বার তৈরি হচ্ছে হিন্দিতে। তারই সেটে গিয়ে নায়ক হৃতিকের অভিনয়ে মুগ্ধ ‘ম্যাডি’। ২০১৭-র জনপ্রিয় তামিল ছবিটিতে মাধবনই ছিলেন মুখ্য ভূমিকায়।

Advertisement

বেতাল পঞ্চবিংশতি-র আধারে পুলিশ ইনস্পেক্টর ও মাদক মাফিয়া বেদ-এর কাহিনি। তামিল ছবিতে ‘বিক্রম’ মাধবনের সঙ্গে ছিলেন ‘বেদ’ বিজয় সেতুপথী। হিন্দি রিমেকে ‘বিক্রম’ হৃতিক। ‘বেদ’ সইফ আলি খান। দুই ছবিরই পরিচালনার ভার পুষ্কর-গায়ত্রী জুটির।

আরও পড়ুন:

রিমেক ছবির কাজ দেখে এসে উচ্ছ্বসিত ‘ম্যাডি’। টুইটারে সেটের ছবি দিয়ে মন খুলে প্রশংসা করেছেন। লিখেছেন, ‘এ ছবি বক্স অফিসে শোরগোল ফেলবেই।’ হৃতিক ইতিহাস গড়বেন বলেও সেখানেই মন্তব্য করেছেন তামিল ‘বিক্রম’।

২০১৯-এ মুক্তি পেয়েছিল হৃতিকের বড় পর্দার শেষ ছবি ‘ওয়ার’। আপাতত তাঁর হাতে বেশ কিছু ছবির কাজ। দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘ফাইটার’, ‘ওয়ার’-এর পরবর্তী পর্ব এবং ‘কৃষ ৪’ রয়েছে তালিকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement