PVR

PVR: ছবির জন্য নাম বদলাচ্ছে পিভিআর! রাজামৌলির ‘আরআরআর’-এর অভিনব প্রচার

 দেশের ৭০টি শহরে প্রেক্ষাগৃহ সংস্থাকে ডাকা হবে এই নামেই। ছবির নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রথম একটি ছবির জন্য কোনও সংস্থা তাঁর নাম পরিবর্তন করল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২১ ২১:১০
Share:

এক ধাপ এগিয়ে নিজেদের লোগোও বদলে ফেলেছে পিভিআর।

পিভিআর-এর সঙ্গে হাত মেলালেন দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলি। তাঁর নতুন ছবি ‘আরআরআর’-এর প্রচারের দায়িত্ব নিল এই প্রেক্ষাগৃহ সংস্থা। সারা দেশ জুড়ে পিভিআরের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

Advertisement

এখানেই থেমে নেই প্রচার পর্ব। আরও এক ধাপ এগিয়ে নিজেদের লোগোও বদলে ফেলেছে পিভিআর। রাজামৌলির ছবি ‘আরআরআর’-এর সঙ্গে মিলিয়ে নিজেদের নাম রাখল ‘পিভিআরআরআর’। দেশের ৭০টি শহরে প্রেক্ষাগৃহ সংস্থাকে ডাকা হবে এই নামেই। ছবির নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রথম একটি ছবির জন্য কোনও সংস্থা তাঁর নাম পরিবর্তন করল।

Advertisement
আরও পড়ুন:

রাজামৌলির এই ছবিতে অভিনয় করবেন আলিয়া ভট্ট। দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর এবং রাম চরণ। শোনা যাচ্ছে, অজয় দেবগণকেও দেখা যেতে পারে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement