অল্লু অর্জুনের সঙ্গে জগদীশ ভাণ্ডারি। ছবি: সংগৃহীত।
প্রেমিকাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিনেতা জগদীশ ভাণ্ডারিকে। অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ ছবির মাধ্যমে দর্শকের নজরে আসেন অভিনেতা। জগদীশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তাঁর প্রেমিকার বাবা। বেশ অনেক দিন হল তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন। মেয়েটির পরিবারের অভিযোগ, বিভিন্ন ভাবে প্রেমিকাকে হেনস্থা করতেন ‘পুষ্পা’ ছবির অভিনেতা।
পুলিশ সূত্রে খবর, জগদীশের প্রেমিকার বয়স ছিল ২৯ বছর। বাড়িতেই আত্মহত্যা করেন তিনি। মেয়ের মৃত্যুর পরেই পুলিশের দ্বারস্থ হন মেয়েটির বাবা। অভিযোগ দায়ের করেন জগদীশের বিরুদ্ধে। তাঁর অভিযোগ বার বার প্রেমিকাকে হুমকি দিতেন জগদীশ। শুধু তাই নয়, বার বার প্রেমিকাকে অপদস্থ করতেন অভিনেতা। মেয়ের বাবার দাবি, অভিনেতার অত্যাচারেই নিজেকে শেষ করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁর মেয়ে। হেনস্থা, অত্যাচার, মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেন তিনি।
মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে হায়দরাবাদের পুলিশ তদন্ত শুরু করে। জগদীশের মৃত প্রেমিকার ফোন ঘেঁটে অভিনেতার বিরুদ্ধে বেশ কিছু প্রমাণও পেয়েছে পুলিশ। হাতে পাওয়া প্রমাণের ভিত্তিতে বুধবার, ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায় অভিনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে জগদীশ কিংবা তাঁর পরিবারের তরফে এ প্রসঙ্গে কোনও বক্তব্য পাওয়া যায়নি এখনও।