‘পুষ্পা ২’-এ অল্লু অর্জুন। ছবি: সংগৃহীত।
সব ভাল যার শেষ ভাল। ২০২৪-এর শুরু ততটাও ভাল ছিল না বিনোদন দুনিয়ার জন্য। একের পর এক ছবি প্রেক্ষাগৃহে ধরাশায়ী। মরার উপর খাঁড়ার ঘা আরজি কর-কাণ্ড। বাণিজ্যে বিরূপ লক্ষ্মী। হলমালিক, প্রযোজক, পরিবেশকদের মুখে আষাঢ়ে মেঘ। সেই সময় একমাত্র ব্যতিক্রমী হিন্দি ছবি ‘স্ত্রী ২’। তুমুল বাণিজ্য করেছিল এই শহর থেকেই। তার পর আবার যে কে সেই অবস্থা। সেই মেঘ সরিয়ে প্রত্যেকের মুখে শরতের আলো ফুটিয়েছেন নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সৌজন্যে তাঁদের পুজোমুক্তি ‘বহুরূপী’। দীপাবলির পরেও ছবির রমরমা। পরিবেশক, বক্স অফিসের দাবি, ১৬ কোটি রোজগার করেছে ছবিটি।
পুজোর সময় থেকে হাওয়া ঘুরেছে। ‘বহুরূপী’র পর ‘ভুলভুলাইয়া ২’-এর দাপট। সে-ও বাংলা থেকে কয়েক কোটি আয় করেছে। আপাতত বাংলা জুড়ে ‘পুষ্পা ২’-এর শাসনকাল। পর্দায় অল্লু অর্জুনের নাম দেখালেই প্রেক্ষাগৃহ জুড়ে নায়কের নামে জয়ধ্বনি! ছবি এগিয়েছে। সিটি, হাততালিতে কানপাতা দায়। দেশে ইতিমধ্যেই ছবিটি ৪০০ কোটির ব্যবসা করে ফেলেছে। বিশ্বে সেই আয় ৮০০ কোটি! বাংলায় কত আয় করল, জানার ইচ্ছে জাগা স্বাভাবিক। তারই খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।
প্রাচী প্রেক্ষাগৃহের কর্ণধার বিদিশা বসুর গলায় উচ্ছ্বাস। বললেন, “পুজোর সময় থেকে আমাদের সময় ভাল যাচ্ছে। একের পর এক ছবি ব্লকবাস্টার। হলের কর্মীরা এ বছর খুব খুশি।” খবর, ইতিমধ্যেই নাকি ছবিটি চার দিনে ৪ লক্ষ আয় করে ফেলেছে! বিদিশা জানিয়েছেন, টুডি-থ্রিডি গোলযোগের কারণে প্রথম দিন অর্থাৎ, বৃহস্পতিবার একটু কম আয় হয়েছে। শুক্রবার থেকে দৌড়েছে ‘পুষ্পা ২’। প্রায় প্রত্যেক দিন হাউসফুল বোর্ড। সোমবার ‘অ্যাসিড টেস্ট’-এর দিনেও ছবি পাশ মার্ক পেয়ে উত্তীর্ণ। বিদিশা হাসতে হাসতে জানিয়েছেন, অল্লু অর্জুনের কারণে তাঁকে রাত ১০.৪০ মিনিটে বাড়তি শো দিতে হয়েছে।
একই ছবি দক্ষিণ কলকাতাতেও। ফোনে নবীনা প্রেক্ষাগৃহের মালিক নবীন চৌখানির প্রথম কথাই হল, “চার দিনে ১৬ লক্ষ টাকা আয় করেছে অল্লু অর্জুন-রশ্মিকা মন্দানা জুটি। আমার তিনটি শো-ই ওঁদের ছেড়ে দিয়েছি।” নবীন জানিয়েছেন, সব বয়সের দর্শক একাধিক বার এসে ছবি দেখে যাচ্ছেন। বাণিজ্যিক ছবির মূল কথা ‘এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট।’ এই ছবিতেও সেই ধারা অক্ষুণ্ণ। একই কথা প্রাচী সিনেমা হলের মালিক বিদিশারও। তিনিও বলেছেন, “স্ত্রী ২’ থেকে ‘পুষ্পা ২’— প্রমাণ করে দিল বাণিজ্য তরী বয়ে নিয়ে যাওয়ার ভার মশালা ছবির কাঁধেই।”
বিদিশা এবং নবীনের দেওয়া হিসেব অনুযায়ী, দুটো হল থেকে চার দিনে ছবির আয় ২০ লক্ষ। খবর, ১৮৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২’। সব মিলিয়ে রাজ্যে তা হলে মোট আয় কত? প্রশ্ন ছিল বাংলায় এই ছবির পরিবেশক বাবলু দামানির কাছে। তাঁর হিসেব বলছে, ১৫ কোটির বেশি ইতিমধ্যেই আয় করে ফেলেছেন অল্লু অর্জুন-রশ্মিকা মন্দানা। আয়ের এই হার ধরে রাখতে পারলে বাংলায় ছবির বাণিজ্য ৪০ কোটি ছুঁতে পারে, এমনই দাবি তাঁর। জানিয়েছেন, প্রাচীর মতো ব্যারাকপুরের প্রেক্ষাগৃহ অতীন্দ্রতেও রাত ১১:৫৮ মিনিটে বাড়তি শো দেওয়া হয়েছিল।