Pushpa 2: The Rule

‘পুষ্পা ২’ দেখে উত্তেজিত প্রতিক্রিয়া জিতের! পাল্টা উত্তরে কী বললেন অল্লু অর্জুন

৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’। প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। টলি তারকা জিৎ-ও ছবি দেখে প্রতিক্রিয়া জানালেন সমাজমাধ্যমে। পাল্টা উত্তর দিলেন অল্লু।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ১৪:১০
Share:

অল্লুর প্রশংসায় পঞ্চমুখ জিৎ। ছবি: সংগৃহীত।

বক্স অফিসে আলোড়ন ফেলেছে ‘পুষ্পা ২: দ্য রুল’। করোনা অতিমারি কালে মুক্তি পেয়েছিল অল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ়’। সে সময় বক্স অফিসের মোড় ঘুরিয়ে দিয়েছিল এই ছবি। ধারাই বজায় রাখল সিকুয়েল। ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’। প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। টলি তারকা জিৎ-ও ছবি দেখে প্রতিক্রিয়া জানালেন সমাজমাধ্যমে। পাল্টা উত্তর দিলেন অল্লু।

Advertisement

এক্স হ্যান্ডলে জিৎ লিখলেন, “‘পুষ্পা ২’ দেখলাম। আমি সত্যিই ছবি দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। ছবিতে প্রত্যেকে অসাধারণ কাজ করেছেন। অল্লু অর্জুন আরও একবার প্রমাণ করে দিলেন, দেশে তিনিই সেরা।” ছবির পরিচালক ও লেখক সুকুমারেরও ভূয়সী প্রশংসা করেন বাংলার তারকা। সব শেষে তিনি লেখেন, “এই ছবি দেখতেই হবে।”

জিতের এই পোস্ট নজর এড়ায়নি দক্ষিণী তারকার। অল্লু লেখেন, “জিৎ গারু (বাংলায় যার অর্থ দাদা)!! অসংখ্য ধন্যবাদ আপনাকে এত প্রশংসা করার জন্য। আমি সত্যিই খুব খুশি যে আপনার ছবিটা এত ভাল লেগেছে। আপনার ভালবাসা পেয়ে আমি ধন্য।”

Advertisement

ছবি মুক্তির দিন থেকেই নজির গড়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’। হিন্দি ভাষার সব ছবিকে পিছনে ফেলে দিয়েছে এই ছবি। প্রথম দিনেই এর বক্স অফিস সংগ্রহ ১৭৫ কোটি টাকা। এত দিন পর্যন্ত প্রথম দিনে সর্বাধিক আয়ের তকমা পেয়েছিল এসএস রাজামৌলির ছবি ‘আরআরআর’। সেই ছবিকেও টেক্কা দিয়েছে ‘পুষ্পা ২’। রাম চরণ, জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’-এর প্রথম দিনে আয় ছিল ১৩৩ কোটি টাকা। তার তুলনায় অনেকেটাই এগিয়ে ‘পুষ্পা ২’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement