Pushpa 2 Box Office Collection

অল্লুর কাছে ধরাশায়ী শাহরুখ-এনটিআর জুনিয়র, প্রথম দিনে কত আয় করল ‘পুষ্পা ২’?

মুক্তির দিন নজির গড়ল ‘পুষ্পা ২’। হিন্দি ভাষার সব ছবিকে পিছনে ফেলে কত কোটি আয় করল বক্স অফিসে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১৩:৫২
Share:

‘পুষ্পা ২’ প্রথম দিনে কত কোটি ঘরে তুলল? গ্রাফিক : আনন্দবাজার অনলাইন।

২০২১ সালে অতিমারি-পরবর্তী সময়ে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ়’। করোনার ঠিক পর পর যখন বক্স অফিসের বেহাল দশা, সেই সময়ে যেন হাল ফেরাল অল্লু অর্জুন অভিনীত এই ছবি। তার পর ফের শুরু হল প্রস্তুতি। টানা দু’বছর ধরে নানা কাটাছেঁড়া, শুটিং করেও ফেলে দেওয়া হয়েছে সেই অংশ। ফের নতুন করে হয়েছে শুটিং। একাধিক বার বদল হয়েছে মুক্তির তারিখ। অবশেষে বছর শেষের ডিসেম্বর মাসের ৫ তারিখে প্রেক্ষাগৃহে এল ছবির দ্বিতীয় পর্ব ‘পুষ্পা: দ্য রুল’। মুক্তির দিন নজির গড়ল এই ছবি। হিন্দি ভাষার সব ছবিকে পিছনে ফেলে প্রথম ভারতীয় ছবি, যা প্রথম দিনেই আয় করল ১৭৫ কোটি টাকা।

Advertisement

বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত সব ভাষার মুক্তির প্রথম দিনেই প্রায় ১৭৫ কোটি টাকা সংগ্রহ করে ফেলেছে ছবিটি। এত দিন পর্যন্ত প্রথম দিনে সর্বাধিক আয়ের তকমা ছিল ‘আরআরআর’ ছবির। রাজামৌলির ছবিকে বিশাল ব্যবধানে পরাজিত করেছে সুকুমারের ‘পুষ্পা ২’। রাম চরণ, জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’-এর প্রথম দিনে আয় ছিল ১৩৩ কোটি টাকা। সেখান থেকে অনেকেটাই এগিয়ে ‘পুষ্পা ২’। এ দিকে হিন্দি ভাষার ছবি হিসাবে এত দিন সর্বাধিক আয়ের মুকুট দখলে রেখেছিল শাহরুখ খানের ‘জওয়ান’। হিন্দি ভাষায় প্রথম দিনের নিরিখে এই ছবির আয় ছিল ৬৫.৫ কোটি। সে দিক থেকে কিছুটা এগিয়ে ‘পুষ্পা ২’। শুধু হিন্দি ভাষায় ৬৭ কোটি টাকা আয় করে বাজিমাত করল এই ছবি। শুধু তেলুগু ভাষা থেকে নাকি প্রথম দিনে ৯৫.২ কোটি আয় ঘরে তুলে নিয়েছে। বিশ্বব্যাপী আয়ের খতিয়ান জানা যায়নি এখনও। তবে অনুমান, প্রথম দিনেই বিশ্বব্যাপী ৩০০ কোটির অঙ্ক ছুঁয়ে ফেলেছে রশ্মিকা-অল্লুর ‘পুষ্পা:দ্য রুল’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement