Pulkit Samrat-Kriti Kharbanda

বলিউডের খ্যাতনামী নায়িকার সঙ্গে বাগ্‌দান সারলেন সলমনের প্রাক্তন ভগ্নিপতি পুলকিত, রইল ছবি

সলমনের তালিমেই ২০১২ সালে অভিনয় জগতে পা রাখেন পুলকিত। বিয়ে হয় অভিনেতার ‘রাখি বোন’-এর সঙ্গে। তবে বেশি দিন টেকেনি সেই বিয়ে। এ বার কার সঙ্গে বাগ্‌দান সারলেন অভিনেতা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪ ১৬:৫৮
Share:

সলমন খানের সঙ্গে পুলকিত সম্রাট। ছবি: সংগৃহীত।

সলমন খানের ‘রাখি বোন’ শ্বেতা রোহিরার সঙ্গে দীর্ঘ দিন প্রেম ছিল অভিনেতা পুলকিত সম্রাটের। সলমনের তালিমেই ২০১২ সালে অভিনয় জগতে পা রাখেন পুলকিত। শ্বেতার সঙ্গে বিয়ে হওয়ার পর মাত্র এক বছরের দাম্পত্য জীবন কাটান অভিনেতা। ছাড়াছাড়ি হয় পুলকিত-শ্বেতার। তার পর লম্বা সময় পেরিয়ে গিয়েছে। শ্বেতার সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী ইয়ামি গৌতমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান বলেই চর্চা ছিল বলিপাড়ায়। পুলিকতের বিরুদ্ধে বহু অভিযোগ ছিল স্ত্রী শ্বেতার। তিনি যখন গর্ভপাতের জেরে হাসপাতালে ভর্তি, তাঁর পাশে থাকা তো দূর, বরং সম্পর্ক ভাঙার পথ তখনই তৈরি করেছিলেন পুলকিত। সেই সময়ই নাকি ইয়ামি গৌতমের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত ছিলেন অভিনেতা।২০১৬ সালে ‘সনম রে’ ছবির শুটিংয়ে ইয়ামি-পুলকিতের আলাপ। সেখান থেকেই ঘনিষ্ঠতা শুরু। পুলকিতের বিবাহবিচ্ছেদের পরও সম্পর্ক টিকেছিল তাঁদের। এই সম্পর্কে ছাড়াছাড়ি হতেই কৃতি খারবন্দার প্রেমে পড়েন পুলকিত। এ বার তাঁর সঙ্গে বাগ্‌দান সারলেন অভিনেতা। যুগলের কিছু ছবি ঘিরে জল্পনা।

Advertisement

কৃতি খারবান্দার সঙ্গে বাগ্‌‌দান সারলেন পুলকিত!

প্রথম ছবি ‘বিট্টু বস্‌’-এ আশা জাগিয়েছিলেন পুলকিত। ‘ফুকরে’ এবং ‘ডলি কি ডোলি’ ছবিতেও তাঁর অভিনয় প্রশংসা পায়। কিন্তু অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বরাবর খবরে উঠে এসেছেন নায়ক। অন্য দিকে ২০১৬ সালে ‘রাজ়: রিবুট’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় কৃতির। তার পর তিনি কাজ করেছেন ‘শাদি মে জ়রুর আনা’, ‘কারওয়াঁ’, ‘হাউসফুল ৪’-এর মতো ছবিতে। ক্যামেরার সামনে বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করলেও ক্যামেরার নেপথ্যে মিষ্টি স্বভাবের জন্য নামডাক আছে কৃতির। অনুরাগীদের সঙ্গে হাসিমুখে কথা বলা, তাঁদের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় তাঁকে। ২০১৯ থেকে সম্পর্কে রয়েছেন তাঁরা। খুব তাড়াতাড়ি নাকি পরিণতি পেতে চলেছে তাঁদের সম্পর্ক। সম্প্রতি পুলকিতের দিদি সমাজমাধ্যমের পাতায় একটি ছবি পোস্ট করেন। সেখানেই দেখা যাচ্ছে, কৃতিকে জড়িয়ে রয়েছেন পুলকিত। দু’জনের অনামিকায় আংটি। কৃতির পরনে নীল আনারকলি চুড়িদার, পুলকিত পরেছিলেন পঞ্জাবি-পাজামা। গোটা পরিবার-বন্ধুবান্ধব উপস্থিত তাঁদের সঙ্গে। যদিও বাগ্‌দান প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি পুলকিত কিংবা কৃতির তরফে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement