puja Banerjee

Puja Banerjee: কাজ-কেনাকাটা ছুতো! পুজোর গন্ধেই কৃশিবকে নিয়ে কলকাতায় পূজা

একরত্তিকে নিয়ে শিকড়ের টানে শহরে ফিরলেন পূজা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম একাই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২১ ২০:৫৬
Share:

শহরের পুজো-উত্তেজনার ওমে নিজেকে সেঁকে নিতে প্রাক-পুজোতেই শহরে ফিরলেন পূজা বন্দ্যোপাধ্যায়।

ইচ্ছে ছিল, পুরো পুজো কলকাতাতেই কাটাবেন। সেটা হওয়ার নয়। কারণ, ৯ অক্টোবর একমাত্র ছেলে কৃশিবের এক বছর পূর্ণ হচ্ছে। তাই মু্ম্বই ফিরতেই হবে। অগত্যা শহরের পুজো-উত্তেজনার ওমে নিজেকে সেঁকে নিতে প্রাক-পুজোতেই শহরে ফিরলেন পূজা বন্দ্যোপাধ্যায়। শিকড়ের টানে এই প্রথম ছেলে কোলে একাই। প্রথমে উড়ান। তারপর কলকাতার মাটি ছোঁয়া। একাই সব সামলে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে পা রাখলেন পূজা। হইচই-এর ‘পাপ’ ওয়েব সিরিজের ‘পার্বণী’। আনন্দবাজার অনলাইনকে জানালেন, ‘‘কাজ করব। পুজোর কেনাকাটাও সারব। এক ঢিলে অনেকগুলো পাখি মারার ইচ্ছে নিয়েই পা রেখেছি শহরে।’’

Advertisement

এ বার পুজোয় কি বাপের বাড়িতেই? তখনই ছেলের জন্মদিনের কথা জানান পূজা। অভিনেত্রীর কথায়, ‘‘ছেলের জন্মদিন পরিবারের বাকিদের সঙ্গে কাটাতে চাই। তাই মহালয়ার পরে ফিরে যেতে হবে। না হলে এ বারের পুজো এখানেই কাটাতাম।’’ তার পরই ফাঁস করলেন, কাজ, কেনাকাটা আসলে অজুহাত! পুজোর গন্ধে গন্ধে প্রতি বছরই উৎসবের আগে বেশ কিছুটা সময় কলকাতায় কাটিয়ে যান তিনি। এ বারের বাড়তি আকর্ষণ একরত্তি সন্তানের প্রথম পুজো। ‘‘ছেলে একটু একটু করে বড় হচ্ছে। আমি চাই, কৃশিবও এখন থেকেই বুঝতে শিখুক এই আনন্দ। যদিও ও এখনও খুবই ছোট। তবু বেড়ানোর সুযোগ পেয়ে যে খুব খুশি, সেটা দিব্যি বুঝিয়ে দিচ্ছে’’, বললেন পূজা।

তাঁর প্রথম বাংলা ওয়েব সিরিজ ‘পাপ’ মুক্তি পেয়েছিল পুজোর আগে। গল্পেও ছিল পূজোর আবহ। এ বারের পুজোয় দর্শক-অনুরাগীরা কোন রূপে দেখবেন পূজাকে? জবাব এল, ‘‘সিরিজ বা ছবি নয়, এ বারের পুজো বিজ্ঞাপনে আমায় দেখতে পাবেন সবাই। সেই কাজটাও সারব। মা-বাবার সঙ্গে, শহরের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি এটাও কলকাতায় আসার অন্যতম কারণ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement