বাঙালির সমস্ত আচার-অনুষ্ঠান মেনে আবার বিয়ে করলেন দেবিনা-গুরমীত।
১০ বছর আগে মন্দিরে বিয়ে সেরেছিলেন দেবিনা বন্দ্যোপাধ্যায়। শোভাবাজারের মেয়ের তাতে কি মন ভরে?
তাই স্বামী গুরমীত চৌধুরীর কাছে আবদার জানিয়েছিলেন, সুযোগ পেলে তাঁর সেই সাধ যেন পূরণ করেন গুরমীত। ১০ বছর পরে সেই ইচ্ছে পূরণ হল দেবিনার। কলকাতায় এসে কালীঘাটে দেবী মূর্তি দর্শন করলেন গুরমীতকে নিয়ে। চা খেলের মাটির ভাঁড়ে। ঘুরে বেড়ালেন শহরের গলি থেকে রাজপথ। তার তিন দিন পরেই বাঙালির সমস্ত আচার-অনুষ্ঠান মেনে আবার বিয়ে করলেন তাঁরা! দেবিনা-গুরমীতের বিয়ের ছবি ইনস্টাগ্রামে বহুল চর্চিত। আনন্দবাজার অনলাইনকে দেবিনা জানিয়েছেন, ‘‘১০ বছর পরে স্বপ্নপূরণ হবে ভাবিনি। বিয়ের যাবতীয় আচার-অনুষ্ঠান ভীষণ ভালবেসে মেনেছি। আমি তৃপ্ত এই বিয়েতে। মনে হচ্ছে, এত দিনে ঠিকঠাক সাতপাকে বাঁধা পড়লাম।’’
ধুতি-পাঞ্জাবি, টোপর, রজনীগন্ধার গোড়ের মালা সামলে জমিয়ে দিয়েছেন ‘বাঙালি বর’! ততটাই সুন্দর লাল বেনারসি, গয়না, চেলি আর গয়নায় সেজে ওঠা নববধূ দেবিনা!
অরুণ গোভিল-দীপিকা চিখলিয়ার পরেই ছোট পর্দার জনপ্রিয় ‘রামচন্দ্র-সীতা’ এই জুটি। ধারাবাহিকে অভিনয় করতে করতেই প্রেম। ‘রামায়ণ’ ছাড়াও দেবিনা ‘পতি পত্নী অউর উয়ো’, ‘চিড়িয়াঘর’, ‘সন্তোষী মা’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। তাঁদের প্রথম বিয়েও স্বীকৃত। দ্বিতীয় বিয়ে কি নিছক শখ পূরণের জন্য? ছবি দেখে প্রশ্ন তুলেছেন খোদ বলিউড পরিচালক রামকমল মুখোপাধ্যায়। কী জবাব দিলেন দেবিনা? অভিনেত্রী রহস্য ভাঙেননি মোটেই। বদলে ফোনে হাসতে হাসতে জানিয়েছেন, ‘‘কার্যকারণ অবশ্যই কিছু আছে। তবে এক্ষুণি সে সব প্রকাশ্যে আনা যাবে না। আর একটু ধৈর্য ধরলেই সব ফাঁস হবে।’’
দেবিনা নিজের শহরে কাজ শুরু করলেও জনপ্রিয়তা পেয়েছেন বলিউডে। তাই নিয়ে এর আগে একাধিক সাক্ষাৎকারে তিনি আক্ষেপও জানিয়েছেন, চেষ্টা করেও কলকাতায় তিনি কাজের ডাক পাচ্ছেন না। নিজের শহর তাঁকে ভুলে গিয়েছে। অবশেষে কি ডাক পেলেন বাঙালিনী? তার জন্যই কি দীর্ঘদিন পরে ফের কলকাতায় দেবিনা-গুরমীত? এ বারেও হাসি ঢেকেছে অভিনেত্রীর উত্তর। তবে সাজ বলছে, ধুতি-পাঞ্জাবি, টোপর, রজনীগন্ধার গোড়ের মালা সামলে জমিয়ে দিয়েছেন ‘বাঙালি বর’! ১০ বছর পরেও গুরমীতের পাশে ঠিক ততটাই সুন্দর লাল বেনারসি, গয়না, চেলি আর গয়নায় সেজে ওঠা নববধূ দেবিনা!