puja Banerjee

ভক্তি ভরে শিবরাত্রি পালন, তার পরেই কেকে বিশাল কামড় কৃশিবের!

শিবরাত্রির সন্ধেবেলা কৃশিবের সাজ দেখার মতো। বাসন্তী পাঞ্জাবি, সাদা পাজামা পরে মায়ের হাতে ধরা ঘটি ধরেছে সেও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ মার্চ ২০২১ ১২:২৯
Share:

ছেলের সঙ্গে পূজা।

একই দিনে শিবরাত্রি আর ৫ মাসের জন্মদিন। কোনটা ছেড়ে কোনটা পালন করবে কৃশিব? নেট মাধ্যমে শেয়ার হওয়া ছবি আর ভিডিয়ো বলছে, এই বয়সেই মাল্টিটাস্কার কুণাল বর্মা-পূজা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র ছেলে! প্রথমে ভক্তি ভরে শিবরাত্রি পালন করেছে। তার পরেই জন্মদিন উপলক্ষে আনা কেকে বড়সড় কামড় বসিয়েছে সে!
কৃষ্ণ আর শিব মিলেমিশে একাকার তার নামে। সে তো শিবরাত্রি পালন করবেই। তাই বছর ঘোরার আগেই মা পূজা বন্দ্যোপাধ্যায়ের কোলে চড়ে প্রথম শিবরাত্রি পালন করে ফেলল কৃশিব। পাশে বসে বাবা কুণাল বর্মা ছেলে সামলাতে ব্যস্ত। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে সদ্য। শিবের মাথায় কৃশিবের জল ঢালা দেখতে ইতিমধ্যেই নেট মাধ্যমে ভিড় জমিয়েছেন ৩৪ হাজার নেটাগরিক।

Advertisement

শিবরাত্রির সন্ধেবেলা কৃশিবের সাজ দেখার মতো। বাসন্তী পাঞ্জাবি, সাদা পাজামা পরে মায়ের হাতে ধরা ঘটি ধরেছে সেও। দুধ, গঙ্গাজল, ঘি, মধু দিয়ে লক্ষ্মী ছেলের মতো অর্চনা করেছে শিবের। তার পরেই তার জিভে জল সামনে চকোলেট কেক। বেচারি নিজেকে আর সামলাতে পারে? মুখের সামনে ধরতেই একটুও দেরি না করে বিশাল কামড় তাতে। ছেলের কাণ্ড দেখে হেসে ফেলেছেন তারকা দম্পতিও।


ঠোঁটের চারপাশে লেগে থাকা ক্রিমও নিমেষে চেটেপুটে সাফ! একরত্তির কীর্তি দেখতে ভিউয়ার্স সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১ লক্ষের উপর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement