প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়ও অভিনয়ে? ছবি: ফেসবুক।
বলিউডে আছেন ‘বিগ বি’, ‘ছোটা বি’। বাংলায় কি তবে ‘ইন্ডাস্ট্রি’ আর ‘ছোট ইন্ডাস্ট্রি’? হিন্দি ছবির দুনিয়া অমিতাভ বচ্চন এবং তাঁর ছেলে অভিষেক বচ্চনকে এ ভাবেই চেনে। ঘটনার পুনরাবৃত্তি কি এ বার টলিউডে! সোমবার একটাই খবরে সরগরম টলিপাড়া। অবশেষে বড় পর্দায় পা রাখতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। বছরের শুরু থেকেই এই গুঞ্জন প্রায়ই শোনা যাচ্ছিল। এ দিন শোনা গিয়েছে, সব ঠিক থাকলে চলতি বছরের শেষে রুপোলি পর্দায় অভিষেক ঘটবে বাংলার ‘ছোট ইন্ডাস্ট্রি’-র। প্রযোজক শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনির হাত ধরে আসছেন প্রসেনজিৎ-অর্পিতা চট্টোপাধ্যায়ের ‘মিশুক’। কোন পরিচালকের ছবিতে দেখা যাবে তাঁকে বা বিপরীতে কোন নায়িকা— এই খবর এখনও পাওয়া যায়নি।
ইদানীং, প্রায়ই বিনোদন দুনিয়ার বড় মাপের অনুষ্ঠানে প্রসেনজিতের সঙ্গে দেখা যাচ্ছে তৃষাণজিৎকে। যেমন, সম্প্রতি প্রযোজনা সংস্থা এসভিএফ এবং হইচই একযোগে এ বছরের ছবি আর ওয়েব সিরিজ়ের তালিকা প্রকাশ্যে এনেছে। তারকাখচিত এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন বাবা আর ছেলে। প্রসেনজিৎ সাদা পোশাকে ঝকঝকে। অভিনেতা-পুত্র কালো পোশাকে তরুণ তুর্কি। সকলের সঙ্গে হাসিমুখে কথা বলতেও দেখা গিয়েছে তাঁকে। যদিও অভিনয়ের প্রসঙ্গ উঠলে তিনি বাবাকে দেখিয়ে নিজে এড়িয়ে গিয়েছেন।
‘ইন্ডাস্ট্রি’-পুত্র টলিউডে পা রাখতে চলেছেন— চর্চার শুরু সৃজিতের ছবির সেটে তৃষাণজিতের উপস্থিতির কারণে। সেই সময় আনন্দবাজার ডট কম পরিচালকের কাছে জানতে চেয়েছিল, তাঁর ছবি দিয়ে অভিনয় দুনিয়ায় তৃষাণজিৎ আসছেন কি না। পরিচালকও সঙ্গে সঙ্গে জানান, তেমন কোনও সম্ভাবনা নেই। তাতে কিন্তু ফিসফাস থামেনি। উল্টে শোনা যায়, অভিনেত্রী দামিণী বেণী বসুর কাছে তিনি অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছেন। দামিনীও সেই সময় বিষয়টি এড়িয়ে যান। জল্পনা বাড়ায় বিনোদনের প্রতিটি অনুষ্ঠানে প্রসেনজিৎ-পুত্রের উপস্থিতি। অনেক সময় এ-ও দেখা গিয়েছে, বাবা আসেননি, ছেলে এসেছেন! খ্যাতনামীদের সঙ্গে ছবি তুলেছেন। সেই সব ছবি বাবা দায়িত্ব নিয়ে নিজের সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন।
চর্চা ছড়াতেই দুই পরিচালকের নাম উঠে এসেছে। তাঁরা সৃজিত মুখোপাধ্যায় এবং কৌশিক গঙ্গোপাধ্যায়। দুই পরিচালকের সঙ্গেই ভাল সম্পর্ক বুম্বাদার। আবার টলিউডে এঁরা দু’জনেই এসভিএফ-এর ‘ঘরের লোক’ বলে পরিচিত। নায়িকা কি মুম্বই থেকে আসবেন? এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কেউ। ইদানীং, প্রসেনজিৎ বলিউড-টলিউডের নিত্যযাত্রী। একাধিক হিন্দি সিরিজ়, ছবিতে কাজ করছেন। পাশাপাশি, বাংলার এই প্রজন্মের নায়িকাদেরও একেবারে সরিয়ে রাখা যাচ্ছে না। কারণ, এসভিএফ-হইচইয়ের কাজের ক্যালেন্ডার প্রকাশের দিনে সৌমিতৃষা, ঐশ্বর্য সেন-সহ অনেক অভিনেত্রীই প্রসেনজিৎ-পুত্রকে ঘিরে ছিলেন!