হরভজন সিংহ। —ফাইল চিত্র।
মান কমে যাচ্ছে ক্রিকেট ধারাভাষ্যের। অভিযোগ এক ক্রিকেটপ্রেমীর। সমাজমাধ্যমে অতীতের উদাহরণ দিয়ে সমালোচনা করেছেন এখনকার ধারাভাষ্যকারদের। বিষয়টি নজর এড়ায়নি হরভজন সিংহের। সেই ক্রিকেটপ্রেমীকে ধারাভাষ্য উন্নত করার আশ্বাস দিয়েছেন আইপিএলের অন্যতম ধারাভাষ্যকার।
হিন্দি ভাষার ধারাভাষ্য পছন্দ হচ্ছে না এক ক্রিকেটপ্রেমীর। মনিন্দর সিংহ, অরুণ লালদের সময়ের উদাহরণ দিয়ে তিনি সমাজমাধ্যমে বলেছেন, ‘‘আগে হিন্দি ধারাভাষ্য অনেক তথ্যসমৃদ্ধ হত। এখন আর তেমন হয় না। ধারাভাষ্যের মান ক্রমশ কমছে। এখনকার ধারাভাষ্যকারেরা নানা রকম রসিকতা করেন। অনেক সময় এক লাইন মন্তব্য করে থেমে যান। ফলে শ্রোতারা খেলার সঙ্গে একাত্ম হতে পারছে না।’’
তাঁর এই মন্তব্য নজর এড়ায়নি হরভজনের। প্রাক্তন অফস্পিনার সমাজমাধ্যমে সেই ক্রিকেটপ্রেমীকে বলেছেন, ‘‘আপনার মতামতের জন্য ধন্যবাদ। আমরা অবশ্যই বিষয়টা নিয়ে ভাবব।’’ হরভজন সাধারণত হিন্দিতেই ধারাভাষ্য দেন। আইপিএলে তিনি ধারাভাষ্যকার হিসাবে কাজ করছেন।
আইপিএলের হিন্দি ধারাভাষ্যকার হিসাবে রয়েছেন মহম্মদ কইফ, পীযূষ চাওলা, আরপি সিংহ, প্রজ্ঞান ওঝা, সঞ্জয় মঞ্জরেকর, সঞ্জয় বাঙ্গার, বরুণ অ্যারন, সুনীল গাওস্কর, অজয় জাডেজা, যতীন সাপরু, অনন্ত ত্যাগী, সাবা করিম, দীপ দাশগুপ্ত এবং আকাশ চোপড়া।