Chiranjeet Chakraborty

দর্শক টানতে তো ছবিতে আইটেম গান রাখা হয়, এর একটা আকর্ষণ রয়েছে: চিরঞ্জিৎ

‘ফিরনি মালাই’-এর প্রশংসা করেন অভিনেতা। তিনি বলেছেন, “এমন কাজ আরও হোক। খুব ভাল কাজ করেছেন শিলাদিত্য ও সোম।”

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৮:৩৬
Share:
Actor Chiranjit Chakraborty talks about new item song Firni Malai

আইটেম গান নিয়ে কী বললেন চিরঞ্জিৎ? ছবি: সংগৃহীত।

গত মাসেই মু্ক্তি পেয়েছিল শিলাদিত্য-সোমের আইটেম গান ‘ফিরনি মালাই’-এর ঝলক। রবিবার মুক্তি পেল সেই বহুপ্রতীক্ষিত গান। ঝলকেই ইন্দ্রাক্ষী দে ও যশের রসায়ন প্রকাশ্যে এসেছিল। মিউজ়িক ভিডিয়ো মুক্তির দিনও উপস্থিত ছিলেন তাঁরা। আর এই মিউজ়িক ভিডিয়ো মুক্তি পেল চিরঞ্জিৎ চক্রবর্তীর হাত ধরে।

Advertisement

‘ফিরনি মালাই’-এর প্রশংসা করেন অভিনেতা। তিনি বলেছেন, “এমন কাজ আরও হোক। খুব ভাল কাজ করেছেন শিলাদিত্য ও সোম।” চিরঞ্জিতের একাধিক ছবিতেও ছিল আইটেম গান। তার পর থেকে ‘আইটেম গান’-এ নানা রকমের বিবর্তন হয়েছে। এই বিষয়ে চিরঞ্জিৎ বলেছেন, “আইটেম গানের মধ্যেও একটা গল্প থাকলে ভাল হয়। বিশেষ করে ছবির প্রয়োজনে তো এমন গান থাকেই।”

সমাজে আইটেম গানের প্রভাব রয়েছে বলেও মনে করেন চিরঞ্জিৎ। অভিনেতার কথায়, “আমরা প্রায়ই অশ্লীলতা নিয়ে কথা বলি। ছোট পোশাক পরা নিয়ে আলোচনা করি। আমরাই তো দর্শক টানার জন্য ছবিতে আইটেম গান ব্যবহার করি। কিছু ক্ষেত্রে তো খুবই ছোট পোশাক পরিয়ে পর্দায় নিয়ে আসা হয় অভিনেত্রীকে। ছবিতে হয়তো তাঁর অন্য কোনও ভূমিকাই থাকে না। দর্শকদের আকর্ষণ করার জন্যই এটা করা হয়।” তবে ‘ফিরনি মালাই’-এর প্রদর্শন পছন্দ হয়েছে অভিনেতার।

Advertisement
‘ফিরনি মালাই’ গানের দৃশ্য।

‘ফিরনি মালাই’ গানের দৃশ্য।

তবে সব শেষে চিরঞ্জিতের বক্তব্য, গানের সঙ্গে ছবি থাকলে সবচেয়ে ভাল হয়। তাঁর কথায়, “গান শোনার সঙ্গে ছবি দেখতে পেলে ভাল লাগে। আমি ছবির লোক। তাই চাই, এই ধরনের মিউজ়িক ভিডিয়ো আরও হোক।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement