OTT release

ওটিটি-তে চমক! ‘দেবা’, ‘মুফাসা’ থেকে ‘ডেলুলু’, প্রেম বা রহস্যে বিনোদন জোগাবে কারা?

প্রেমের কাহিনি থেকে রহস্য-রোমাঞ্চ— যে কোনও ছবিই এখন হাতের খুব কাছে। চলচ্চিত্রপ্রেমীরাও তাই অপেক্ষা করে থাকেন ওটিটি মঞ্চে নতুন কনটেন্টের-এর জন্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৯:৪০
Share:
Check out the content that is releasing in this week

এই মাসেই ওটিটিতে ‘দেবা’ ও ‘মুফাসা’। ছবি: সংগৃহীত।

বিনোদনের জন্য এখন আর প্রেক্ষাগৃহে ছুটতে হয় না। হাতের মুঠোতেই রয়েছে একগুচ্ছ ছবি। প্রেমের কাহিনি থেকে টান টান রহস্য-রোমাঞ্চ— যে কোনও ছবিই এখন হাতের খুব কাছে। চলচ্চিত্রপ্রেমীরাও তাই অপেক্ষা করে থাকেন ওটিটি মঞ্চে নতুন কনটেন্ট-এর জন্য। চলতি সপ্তাহে কী কী ছবি মুক্তি পেতে চলেছে?

Advertisement

দেবা—

২০১৩ সালে মালয়ালম ছবি ‘মুম্বই পুলিশ’-এর হিন্দি সংস্করণ এই ছবি। দুর্ঘটনায় স্মৃতিশক্তি হারানো পুলিশ আধিকারিক দেব অ্যাম্বরে। এই চরিত্রেই অভিনয় করছেন শাহিদ কপূর। ছবিটি প্রেক্ষাগৃহে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল। ২৮ মার্চ ‘নেটফ্লিক্স’-এ মুক্তি পাচ্ছে এই ছবি।

Advertisement

দ্য স্টুডিয়ো—

কমেডি সিরিজ়ে ম্যাট রেমিকের চরিত্রে অভিনয় করেছেন সেথ রজেন। বাজারে কী ভাবে ব্যবসার সঙ্গে শিল্পের সামঞ্জস্য রাখা হয়, সেই দিকে নজর রাখেন ম্যাট। এই সিরিজ় ঘিরে বহু দিন ধরেই কৌতূহল ছিল দর্শকের মধ্যে। ২৬ মার্চ ‘অ্যাপল টিভি’তে মুক্তি পাচ্ছে এই সিরিজ়।

ডেলুলু এক্সপ্রেস অন মার্চ ২৭—

ওটিটি মঞ্চে প্রত্যাবর্তন হচ্ছে কৌতুকশিল্পী জ়াকির খানের। এই ‘স্ট্যান্ডআপ’ অনুষ্ঠান নিয়েও আগ্রহ তৈরি হয়েছিল কৌতুকপ্রেমীদের মধ্যে। প্রেম ও বন্ধুত্বের সম্পর্ক নিয়ে রসিকতা করে থাকেন জ়াকির। লাইভ অনুষ্ঠানে এই ‘স্ট্যান্ডআপ’ অনুষ্ঠানের একটি ঝলক দিয়েছেন তিনি। ‘অ্যামাজ়ন প্রাইম’-এ মুক্তি পাবে এই অনুষ্ঠান।

জাকিরথাই সেরুপ্পুগল—

হিরে পাচারকারীর সঙ্গে নিরীক্ষকের সম্পর্ক উঠে এসেছে এই ছবিতে। ‘জ়ি ফাইভ’-এ এই তামিল ছবিটি মুক্তি পাবে ২৮ মার্চ।

বিদুথালাই পার্ট ২—

২০২৩ সাল মুক্তি পাওয়া ‘বিদুথালাই’ ছবির সিক্যুয়েল এটি। ইতিহাসনির্ভর থ্রিলার ‘বিদুথালাই’। এক স্কুলশিক্ষক কী ভাবে জঙ্গিনেতা হয়ে উঠলেন, তা ধরা পড়বে এই ছবিতে। ‘জ়ি ফাইভ’-এ ২৮ মার্চ মুক্তি পাবে ছবিটি।

মুফাসা: দ্য লায়ন কিং—

১৯৯৪ সালের অ্যানিমেটেড ছবির প্রিক্যুয়েল এই ছবি। অনাথ সিংহশাবক মুফাসার সঙ্গে দেখা তাকা নামে এক দয়ালু সিংহের। এই ছবিটি ২৬ মার্চ ‘জিয়োহটস্টার’-এ মুক্তি পাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement