প্রসেনজিৎ
আর্টিস্ট ফোরামের কার্যনির্বাহী সভাপতি তিনি। কিন্তু আগামী কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নিতে চান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আগামী ৯ ফেব্রুয়ারি আর্টিস্ট ফোরামের নির্বাচন। এ বার নতুন বডি তৈরি হবে। সেই সংসদে আর থাকতে চাইছেন না প্রসেনজিৎ। ফোরামের সভাপতি সৌমিত্র চট্টোপাধ্যায়। নিজের শারীরিক অসুস্থতার জন্য তিনি প্রসেনজিৎকেই সব কাজের দায়িত্ব দিয়েছিলেন। এত দিন প্রসেনজিৎ গুরুত্ব সহকারেই সে দায়িত্ব পালন করে এসেছেন। কিন্তু এ বার অব্যাহতি চান। তাঁর বক্তব্য, ‘‘অন্যান্য কাজে আমি ভীষণ ব্যস্ত। অভিনয় তো আছেই, প্রযোজনাতেও নতুন ভাবনা রয়েছে। আর্টিস্ট ফোরামে ওয়র্কিং প্রেসিডেন্টের অনেক দায়িত্ব। সেটা আমি এই কাজের চাপে ঠিক মতো পালন করতে পারব না। যে কারণে সরে দাঁড়াতে চাইছি। তা ছাড়া নতুনদেরও এগিয়ে আসতে হবে।’’ তবে সব প্রয়োজনে তিনি ফোরামের পাশে থাকবেন, সে আশ্বাসও দিচ্ছেন অভিনেতা।
প্রসেনজিতের পদ থেকে অব্যাহতি চাওয়ার পিছনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাঁর তৈরি হওয়া দূরত্বকেও কারণ বলে মনে করছেন অনেকে। কলকাতা চলচ্চিত্র উৎসবের সময়ে চেয়ারম্যান পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পরেই তৈরি হয়েছিল দূরত্ব। যা এ ক্ষেত্রেও কার্যকর হয়েছে বলে মনে করছেন ইন্ডাস্ট্রির অনেকেই।