Prasenjit's Ramp Walk

সারা রাত জেগে, শুট শেষ হতেই ‘কাকাবাবু’ বাংলার নবাব! প্রসেনজিৎ মঞ্চে আসতেই আগুন জ্বলল

শুটিংয়ের জন্য এমনিতেই পুরুষ্টু গোঁফ ছিল। তার সঙ্গে সাযুজ্য রেখে পর্দার ‘কাকাবাবু’কে বাকি সাজে সাজিয়েছেন রূপসজ্জাশিল্পী অভিজিৎ চন্দ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৩:০৬
Share:
মার্জার সরণিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

মার্জার সরণিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

কোঁচা দুলিয়ে মঞ্চের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে হেঁটে বেড়াচ্ছেন ‘কাকাবাবু’ বা ‘বরুণ রায়’। তাঁর কালো পোশাকের জমিদারি বেশ দেখে মনেই হচ্ছে না, তিনি গত রাতে ঘুমোননি, বরং একটানা কাজ করেছেন।

Advertisement

বৃহস্পতিবার মুম্বইয়ে প্রথম সারির প্রসাধনী প্রস্তুতকারক সংস্থার ফ্যাশন শো-তে প্রথম যোগ দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পোশাকশিল্পী অভিষেক রায়ের সাজে এ দিন তিনি ধরা দেন বাঙালি সাজে। তাঁর বাঙালিয়ানা উদ্‌যাপনের রং নিকষ কালো! এ দিনের মঞ্চ তারকাখচিত। প্রসেনজিৎ ভিড়েও নজরকাড়া। অতীতের ‘বাবু’ সংস্কৃতিকেই মনে করিয়ে দিয়েছেন। জরিপাড়ের চুনোট ধুতি-জামদানি পাঞ্জাবি, তার উপরে স্যাটিনের জারদৌসি কাজের কোট পরে মার্জার সরণিতে আগুন জ্বেলেছেন বাংলার ‘বুম্বাদা’! এই আগুন কোনও তরুণীকে যে তাঁর কাছে টেনে নেবে, তা বলাই বাহুল্য।

ফ্যাশন মঞ্চে পোশাকশিল্পী অভিষেক রায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

ফ্যাশন মঞ্চে পোশাকশিল্পী অভিষেক রায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

প্রসাধন প্রস্তুতকারী সংস্থার ফ্যাশন শো-তে তাই তাঁকে বেছেছিলেন? প্রশ্নের জবাবে অভিষেক বললেন, “আমার সাজের বিষয় বাঙালিয়ানা। এই মুহূর্তে বাংলার বিনোদন দুনিয়া থেকে জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করার উপযুক্ত ব্যক্তি বুম্বাদা। ওঁকে বাঙালি সাজে দুর্দান্ত মানায়। তাই বুম্বাদাকে এই সাজে সাজালাম।”

Advertisement

প্রসেনজিৎ এখন বলিউডেরও। সিরিজ়, সিনেমায় ক্রমশ নিজেকে মেলে ধরছেন। শোনা যাচ্ছে, বাংলা ধারাবাহিকের মতো হিন্দি ধারাবাহিকও প্রযোজনা করতে চলেছেন। আগামীতেও অভিনয়ের ফাঁকে জাতীয় বা আন্তর্জাতিক স্তরের মার্জার সরণিতে দেখা মিলবে? প্রশ্ন ছিল আনন্দবাজার ডট কমের। মুম্বই থেকে প্রসেনজিৎ বলেছেন, “এত কিছু জানি না। তবে অভিষেক এই প্রথম এই সংস্থার ফ্যাশন শো-তে যোগ দিল। ওর সাজে সাজতে পেরে খুশি। অভিষেকের জন্য গর্ব হচ্ছে।”

পোশাকশিল্পী জানিয়েছেন, শো-এর দিনেও ভোর পাঁচটা পর্যন্ত প্রসেনজিৎ কলকাতায় ‘কাকাবাবু’ শুটিং করেছেন। তার পর উড়ে এসেছেন মুম্বই। অভিষেকের পোশাক পরে, রূপটান নিয়ে সোজা মঞ্চে। তখনও তাঁর মুখেচোখে এক ফোঁটা ক্লান্তি বা বিরক্তির ছাপ নেই। “দাদা ব্যস্ততার কারণে ট্রায়াল পর্যন্ত দিতে পারেননি। কেবল অনুরোধ জানিয়েছিলেন, গোল ফ্রেমের কালো চশমার।” শুটিংয়ের জন্য এমনিতেই পুরুষ্টু গোঁফ ছিল। তার সঙ্গে সাযুজ্য রেখে বাকি সাজ সাজিয়েছেন রূপসজ্জাশিল্পী অভিজিৎ চন্দ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement