Celebrity Birthday

জন্মদিনে ‘লায়ন’ কেক কেটে কামড় বসালেন জিৎ! ও পার বাংলা থেকে এল কোন বিশেষ ইঙ্গিত?

জিতের সঙ্গেই আগামী ছবির কাজ করবেন শ্যামসুন্দর দে। জন্মদিনে সেই খবরে আরও এক বার সিলমোহর তাঁর। সেই প্রমাণ আনন্দবাজার অনলাইনের হাতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ২১:০৮
Share:

জন্মদিনে জিতকে ‘লায়ন’ কেক উপহার। ছবি: সংগৃহীত।

প্রতিবেশী দেশের পরিস্থিতি উত্তপ্ত। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে, তা নিয়ে উদ্বিগ্ন দু'দেশের মানুষ। উদ্বিগ্ন দুই বাংলার শিল্পীরাও। এরই মধ্যে ৩০ নভেম্বর এ পার বাংলার নায়ক জিৎ এর জন্মদিনে এল সুখবর।

Advertisement

এ দেশের মতো ও পার বাংলাতেও তাঁর অজস্র অনুরাগী। বাংলাদেশের দর্শক তাঁর প্রতীক্ষায়। কবে তিনি সে দেশে যাবেন, ছবিতে অভিনয় করবেন। তাঁদের সে ইচ্ছে জিৎ পূরণ করবেন, এ খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার অনলাইন।

ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় বাংলাদেশের পরিচালক রায়হান রাফীর ‘লায়ন’ ছবির তিনিই নায়ক। সেই খবরে সিলমোহর দিয়েছিলেন ছবির এ পার বাংলার প্রযোজক শ্যামসুন্দর দে। শনিবার, নায়কের জন্মদিনে তিনি একটি কেক উপহার দিয়েছেন। সাধারণ কেক নয়, বরং সেই কেক বহন করছে বিশেষ ইঙ্গিত।

Advertisement

চকোলেট কেকের গায়ে উজ্জ্বল এক সিংহের মুখ! মাথায় সোনালি মুকুট। প্রযোজক জানিয়েছেন, কেক দেখে দারুণ খুশি নায়ক। কেটে সঙ্গে সঙ্গে তাতে কামড় বসিয়েছেন।

আনন্দবাজার অনলাইনের কাছে সেই ছবি এসে পৌঁছেছে। শ্যামসুন্দর বলেছেন, “বলেছিলাম, ছবিটি হচ্ছে। এই কেক তার প্রমাণ। ও পার বাংলার ‘লায়ন’-এর জন্য বিশেষ ভাবে তৈরি এই কেক। একা আমি নই, আজ বাংলাদেশ থেকে রায়হানও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জিতদাকে।”

আরও জানিয়েছেন, ফোনে প্রতি দিন ছবি নিয়ে আলোচনা হচ্ছে তাঁদের। ছবিতে জাহাজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেটির কারণেই ছবিটি তৈরি হতে একটু সময় লাগছে। একই সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিও জটিল। প্রযোজকের আশা, নতুন বছরে সব সমস্যা মিটে যাবে। তিনিও ‘লায়ন’কে শুটিং ফ্লোরে পৌঁছে দিতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement