Priyanka Sarkar

সেরা জন্মদিন

জন্মদিনের আগের দিন বাবা-মা আর আত্মীয়স্বজনদের সঙ্গে নিজের বেহালার বাড়িতে সময় কাটিয়েছেন প্রিয়ঙ্কা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ০১:৪৮
Share:

জন্মদিনে প্রিয়ঙ্কা

সকাল থেকেই বাড়িতে এসেছে অজস্র কেক। জন্মদিনে আনন্দ প্লাসকে প্রিয়ঙ্কা সরকার বললেন, “এ বার সেরা জন্মদিন কাটিয়েছি। এত মানুষ আমাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন, তাঁদের কাছ থেকে এত রকমের ছবি, উপহার আর শুভেচ্ছা পেয়ে আমি সত্যিই অভিভূত।’’

Advertisement

জন্মদিনের আগের দিন বাবা-মা আর আত্মীয়স্বজনদের সঙ্গে নিজের বেহালার বাড়িতে সময় কাটিয়েছেন প্রিয়ঙ্কা। নিজের ও ছেলে সহজের পছন্দের পিৎজ়া আনিয়েছিলেন ডিনারে। ‘‘অবশ্যই এক্সট্রা চিজ় দিয়ে! সঙ্গে কেক। এই দিনটা নো ডায়েটিং,’’ খোশমেজাজে প্রিয়ঙ্কা। জন্মদিনের প্ল্যান প্রসঙ্গে নায়িকা বললেন, ‘‘সকালে ছেলে সহজের সারপ্রাইজ় পার্টি, ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কেক কাটা-খাওয়াদাওয়া আর বিকেলে কলকাতার বাইরে একটি ইভেন্ট।’’ জন্মদিনের সেরা উপহার অবশ্যই ছেলের হাতে আঁকা গ্রিটিংস কার্ড।

৩০’এ পা দিলেন কি না, এ প্রশ্ন করলে প্রিয়ঙ্কার জবাব, ‘‘নায়িকাদের বয়স বলতে নেই! তবে ২০২০ আমার মানসিক বয়স অনেকটাই বাড়িয়ে দিয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement